মুঙ্গের থেকে অস্ত্র এনে পাচারের চেষ্টা, মুর্শিদাবাদে ধৃত এক ব্যক্তি

নিউজ ফ্রন্ট,বহরমপুরঃ বিশেষ সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও বহরমপুর থানার যৌথ অভিযানে ধরা পড়ল এক বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারকারী। ধৃতের নাম হাবলু শেখ। বুধবার সকালে বহরমপুরের নওদা রেল গেটের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। হাবলুর বাড়ি ফরাক্কার দক্ষিণ রামরামপুরে। ধৃতের থেকে সাতটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩ টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। হাত বদলের আগেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

 অ্যাডিশনাল পুলিশ সুপার মজিদ খান জানিয়েছেন, হাবলু শেখ বিহারের মুঙ্গের থেকে এই বেআইনি অস্ত্র সংগ্রহ করে জলঙ্গি এলাকায় এক ব্যক্তির কাছে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
পুলিশ আরও জানতে পেরেছে, ধৃত ব্যক্তি একটি পিস্তল প্রায় ৩৫ থেকে ৩৬ হাজার টাকায় বিক্রি করার পরিকল্পনা করছিল।

ঘটনার পর বহরমপুর থানায় অস্ত্র আইনের উপযুক্ত ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে আদালতে তোলা হচ্ছে এবং তদন্তের স্বার্থে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পেছনে বৃহত্তর অস্ত্র চক্রের যোগসূত্র থাকতে পারে, যা খতিয়ে দেখা হচ্ছে।

One thought on “মুঙ্গের থেকে অস্ত্র এনে পাচারের চেষ্টা, মুর্শিদাবাদে ধৃত এক ব্যক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *