উস্কানিমূলক মন্তব্য না করার শর্ত, ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে
নিউজ ফ্রন্ট কলকাতা, ১৬ জুন: গত ১১ জুন মহেশতলায় সংঘটিত হিংসাত্মক ঘটনার পর ক্ষতিগ্রস্ত দলীয় সমর্থকদের সাথে দেখা করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আরেকজন বিরোধী দলীয় বিধায়ককে ওই এলাকা পরিদর্শনের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ সোমবার এই আদেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে তাঁদের মহেশতলা সফর সম্পন্ন করতে হবে।
আদালত তাঁদের সফরের জন্য কিছু শর্ত আরোপ করেছেন। সফরের ২৪ ঘণ্টা আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার এবং রবীন্দ্রনগর থানাকে অবহিত করতে হবে। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য আদালত নির্দেশ দিয়েছেন।
বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়েছেন যে, “এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারবেন তাঁরা। তবে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না।”
গত ১১ জুন মহেশতলায় সংঘটিত হিংসাত্মক ঘটনার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত দলীয় সমর্থকদের সাথে দেখা করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই অনুমতি না পাওয়ায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
আদালতে বিরোধী দলনেতার পক্ষে যুক্তি দেওয়া হয় যে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাঁর ক্ষতিগ্রস্ত সমর্থকদের খোঁজখবর নেওয়ার অধিকার রয়েছে।

গত ১১ জুন মহেশতলায় সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনা ঘটে যা স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার পর থেকেই ক্ষতিগ্রস্ত দলীয় সমর্থকদের পাশে দাঁড়ানোর জন্য এলাকা পরিদর্শনের চেষ্টা করছিলেন। আদালতের এই আদেশের ফলে এখন তিনি আইনি অনুমোদন নিয়ে সেখানে গিয়ে তাঁর সমর্থকদের সাথে দেখা করতে পারবেন।