নিজস্ব সংবাদদাতা, নতুন দিল্লি, ১৫ জুন:
পুনে জেলার তালেগাঁওয়ে ইন্দ্রায়ণী নদীর উপর সেতু ধসে পড়ার মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ তিনি শোক প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থাগুলোর দ্রুত সাড়ার আশ্বাস দিয়েছেন।
অমিত শাহ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “পুনের তালেগাঁওয়ে ইন্দ্রায়ণী নদীর উপর সেতু ধসে পড়ার দুঃখজনক ঘটনায় গভীরভাবে দুঃখিত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফডনভিসের সাথে কথা বলে ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনেছি।”
তিনি জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, “কাছাকাছি মোতায়েন এনডিআরএফ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দিয়ে উল্লেখযোগ্য দ্রুততার সাথে বেশ কয়েকটি প্রাণ বাঁচিয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেছেন, “যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চলেছেন। প্রয়োজনে আরও কেন্দ্রীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে এনডিআরএফের দ্রুত সাড়ার প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার সাথে সাথেই এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে গিয়ে স্থানীয় প্রশাসনের সাথে মিলে উদ্ধার কাজ শুরু করে। এর ফলে বেশ কয়েকটি প্রাণ রক্ষা পেয়েছে।
অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসের সাথে সরাসরি কথা বলে ঘটনাস্থলের পরিস্থিতি জেনেছেন। তাঁরা উদ্ধার অভিযানের অগ্রগতি, আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আলোচনা করেছেন।
রবিবার সন্ধ্যায় পুনে জেলার মাভাল তালুকার তালেগাঁওয়ের কাছে ইন্দোরি এলাকায় ইন্দ্রায়ণী নদীর উপর একটি পুরনো সেতু ধসে পড়ে। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে, ৩২ জন আহত হয়েছেন এবং ২৫ থেকে ৩০ জন নিখোঁজ রয়েছেন।
এনডিআরএফ, রাজ্য পুলিশ, ফায়ার ব্রিগেড এবং স্থানীয় প্রশাসন মিলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। গত দুদিনের ভারী বৃষ্টিপাতের কারণে নদীতে প্রবল স্রোত বইছে, যা উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছে।
কেন্দ্রীয় সরকার এই দুর্ঘটনার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত আপডেট নিচ্ছেন এবং প্রয়োজনে আরও সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছেন।