নিউজ ফ্রন্ট, বাঁকুড়া, ১৪ জুন:
বাঁকুড়ার খাতড়ায় রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডিকে মারধোরের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দাসের মোড় এলাকায় তুহিন মান্ডির উপর বেশ কয়েকজন চড়াও হয়ে মারধোর করে বলে অভিযোগ। ঘটনার পরেই স্থানীয় তৃণমূল কর্মীরা ও পুলিশ গিয়ে তুহিন মান্ডিকে উদ্ধার করেন। পরে খাতড়া মহকুমা হাসপাতালে তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে।
এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা শান্তনু সিংহসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পরে পুলিশ ৫ বিজেপি কর্মীকে গ্রেফতার করে।
পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তিনি বলেন, এটি একটি সুপরিকল্পিত আক্রমণ ছিল এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
ঘটনাটি স্থানীয় এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে। পুলিশ এলাকায় টহল বৃদ্ধি করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে বিজেপি পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা দাবি করেছে যে, এটি একটি মিথ্যা অভিযোগ এবং তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।