সরকারের অনুমতি ছাড়া চুক্তি স্বাক্ষর নিষেধ, সব দফতরে কড়া নির্দেশ

নিউজ ফ্রন্ট, কলকাতা, ১৪ জুন:

রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া কোনও দফতর আর ইচ্ছেমতো কোনও সংস্থার সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর করতে পারবে না। এই মর্মে রাজ্যের সমস্ত দপ্তর ও জেলা অধিকরণগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারকে অন্ধকারে রেখে চুক্তি স্বাক্ষর করায় সম্প্রতি পরিবহণ দফতরের একাধিক চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মুখ্যসচিবের দফতর থেকে রাজ্যের সমস্ত দফতরকে এই মর্মে কড়া বার্তা পাঠানো হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও সংস্থার সঙ্গে চুক্তি করতে চাইলে আগে সেই প্রস্তাব মুখ্যসচিবের দফতরে পাঠাতে হবে। চুক্তির বিষয়বস্তু কী, তার সম্ভাব্য প্রভাব, আর্থিক দিক এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা স্পষ্টভাবে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশিকার মাধ্যমে রাজ্য সরকার সমস্ত দফতরের ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জোরদার করতে চাইছে। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের সর্বোচ্চ স্তরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

পরিবহণ দফতরের সাম্প্রতিক চুক্তির বিষয়ে মুখ্যমন্ত্রীর অসন্তুষ্টি এই নতুন নীতি প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের অঘটন যাতে না ঘটে, সেই লক্ষ্যেই এই কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার তাদের সমস্ত দফতরের কার্যক্রমের ওপর আরও কঠোর নজরদারি নিশ্চিত করতে চাইছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *