নিউজ ফ্রন্ট, কলকাতা, ১৪ জুন:
২১ জুলাই দলের বার্ষিক সমাবেশের দিনেই লোকসভার অধিবেশন ডাকায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। আজ ওই বার্ষিক সমাবেশের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল।
জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান এবং কোর কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। বৈঠকের পর দলের প্রবীণ নেতা ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারের কাজে রাজ্যের মানুষ সন্তুষ্ট।
বিধানসভা নির্বাচনের আগে ২১ জুলাইয়ের সমাবেশে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে বলেও দাবি করেন তিনি। এই সমাবেশের মাধ্যমে দল তাদের শক্তি প্রদর্শন করতে চায় বলে জানা গেছে।
মূল বৈঠক শুরুর আগে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল এবং কোর কমিটির সদস্য কাজল শেখের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম প্রমুখ।
সূত্রের খবর, বৈঠকে অনুব্রত মন্ডলকে দলের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে এই সতর্কতার কারণ বা বিস্তারিত জানা যায়নি।
২১ জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। একই দিনে লোকসভার অধিবেশন ডাকায় দল এটিকে একটি সুপরিকল্পিত পদক্ষেপ বলে মনে করছে। এই পরিস্থিতিতে দল কীভাবে তাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।