নিউজ ফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
বাংলাদেশি মাদ্রাসা শিক্ষকের গ্রেফতারিকে কেন্দ্র করে ফের উত্তাল রাজ্যের রাজনীতি। এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে দেশবিরোধী তকমা দিয়ে তীব্র আক্রমণ শানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, “ভোটের রাজনীতি করতে বাংলাদেশিদের এই রাজ্যে এনে রেখে দিয়েছে তৃণমূল। খাওয়া-দাওয়ার বন্দোবস্ত থেকে শুরু করে ইমাম ভাতা—সবই দিচ্ছে। বাংলার মানুষের হক কেড়ে নিচ্ছে এই অনুপ্রবেশকারীরা।”
তিনি আরও বলেন, “এর আগেও দেখা গেছে, মাদ্রাসায় আশ্রয় নিয়ে সিমি বা আল কায়েদার সঙ্গে যুক্ত ব্যক্তিরা শিক্ষক কিংবা ইমামের ছদ্মবেশে রাজ্যে রয়ে গিয়েছে। তৃণমূল তাদের সরকারি ভাতা দিয়েছে, পরিচয় দিয়েছে। এমনকি ওবিসি সার্টিফিকেট থেকে শুরু করে সরকারি চাকরিও পেয়ে যাচ্ছে তারা। বাংলার সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।”
বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচার নিয়ে রাজ্যের শাসকদলের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। বলেন, “বাংলাদেশ থেকে ভোটার আসছে বলেই ওরা মুখ খুলছে না। যেভাবে কমিউনিস্টরা পাকিস্তানের পক্ষে কথা বলে, তেমনই তৃণমূলও এখন দেশবিরোধীদের আশ্রয় দিচ্ছে।”