নিউজ ডেস্ক, কলকাতা | ১০ জুন, ২০২৫:
দেশে গত ১১ বছরে সুশাসন প্রতিষ্ঠা করেছে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব। তিনি বলেন, “এক সময় দেশে সন্ত্রাস, দুর্নীতি এবং দারিদ্র্যর দাপট ছিল। এখন তা অনেকটাই দূর হয়েছে। ভারত এখন আত্মনির্ভরতার পথে।”
মোদী সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “রাম মন্দির নির্মাণ থেকে শুরু করে ৩৭০ ধারা বিলোপ— প্রতিটি সিদ্ধান্তেই জনকল্যাণের ভাবনা রয়েছে। আগে জঙ্গিরা হামলা চালিয়ে পালিয়ে যেত, আজ ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে শত্রুর দেশে ঢুকে তাদের ঘাঁটি ধ্বংস করছে।”
তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার জনকল্যাণের পরিবর্তে তোষণনীতি, নারী নির্যাতন এবং বেকারত্ব বাড়ানোর দিকেই বেশি মনোনিবেশ করেছে। “রাজ্য সরকারের সদর্থক মনোভাব না থাকলে কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। তাই এই অপশাসনের অবসান হওয়া প্রয়োজন,” মন্তব্য মন্ত্রীর।
তিনি আরও জানান, আগামী আন্তর্জাতিক যোগ দিবসে সকলের সক্রিয় অংশগ্রহণ কাম্য।
এদিনের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এর আগে তিনি মুরলীধর সেন লেন-এর বিজেপির রাজ্য কার্যালয়ে মোদি সরকারের ১১ বছরের সাফল্য তুলে ধরে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন।