নিজস্ব প্রতিনিধি, সামসেরগঞ্জ: ডিউটিরত অবস্থায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু হলো সামসেরগঞ্জ থানার এক সিভিক ভলেন্টিয়ারের। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মানারুল হক (৪২)। তাঁর বাড়ি সামসেরগঞ্জ থানার সাহেবনগর গ্রামে। শনিবার রাতে ধুলিয়ানে একটি কাপড়ের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
শনিবার রাতে ধুলিয়ানের একটি জনবহুল এলাকায় একটি কাপড়ের গুদামে হঠাৎ আগুন লেগে যায়। খবর পাওয়ামাত্রই সামসেরগঞ্জ থানা থেকে সেখানে ডিউটি করতে পৌঁছান মানারুল হক। গুদামের ভেতর মজুত থাকা কাপড়ের স্তূপে আগুন লেগে যাওয়ায় চারদিক কালো ও বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়। সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এবং আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করতে ঝাঁপিয়ে পড়েন মানারুল।
অত্যধিক বিষাক্ত ধোঁয়া শ্বাসনালীতে ঢুকে যাওয়ায় ঘটনাস্থলেই মারাত্মক অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। তাঁর সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটস্থ অনুপনগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই লড়াকু পুলিশ কর্মী।
মানারুল হকের মৃত্যুতে সামসেরগঞ্জ থানায় নেমে এসেছে শোকের কালো ছায়া। একজন দক্ষ ও অমায়িক সহকর্মীকে হারিয়ে স্তম্ভিত তাঁর সহকর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের পর রবিবার বিকেলে সামসেরগঞ্জ থানায় নিয়ে আসা হবে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ‘গান স্যালুট’ দিয়ে বীরের সম্মান জানানো হবে। এরপর তাঁর মরদেহ সাহেবনগর গ্রামে নিয়ে যাওয়া হবে এবং পারিবারিক রীতি মেনে কবরস্থ করা হবে।