যানজটে স্তব্ধ রাস্তা, হাসপাতালেই পৌঁছানো হলো না: রঘুনাথগঞ্জে টোটোতেই কন্যাসন্তান প্রসব মহিলার

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথগঞ্জ: ফের একবার মুর্শিদাবাদের ট্রাফিক ব্যবস্থার কঙ্কালসার রূপ সামনে এল। রাস্তায় ভয়াবহ যানজটের বলি হতে হতেও অল্পের জন্য রক্ষা পেলেন এক প্রসূতি ও তাঁর নবজাতক। হাসপাতালে যাওয়ার পথে যানজটে আটকে পড়ে টোটোর মধ্যেই সন্তান প্রসব করতে বাধ্য হলেন এক মহিলা। বুধবার সকালে এই চাঞ্চল্যকর ও রোমাঞ্চকর ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের ফুলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

রঘুনাথগঞ্জের তেঘরি এলাকার বাসিন্দা এক অন্তঃসত্ত্বা মহিলার বুধবার সকালে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয়। পরিবারের সদস্যরা সময় নষ্ট না করে একটি টোটো ভাড়া করে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু হাসপাতালের কাছে পৌঁছানোর আগেই বিপত্তি ঘটে।

টোটোটি যখন ফুলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছায়, তখন সেখানে দেখা দেয় তীব্র যানজট। জাতীয় সড়ক ও শহর সংলগ্ন রাস্তাগুলিতে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। যন্ত্রণায় ছটফট করতে থাকা ওই প্রসূতিকে নিয়ে টোটোচালক আপ্রাণ চেষ্টা করলেও এক ইঞ্চি এগোনোর উপায় ছিল না। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকায় প্রসব যন্ত্রণা তীব্রতর হতে শুরু করে এবং শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে স্থানীয় কিছু মহিলা এবং পথচলতি মানুষ এগিয়ে আসেন। কোনও চিকিৎসা সরঞ্জাম বা বিশেষ ব্যবস্থা ছাড়াই, রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ওই টোটোর মধ্যেই প্রসবের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় মহিলাদের তৎপরতায় টোটোটিকে আড়াল করে সেখানেই নিরাপদে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা।

সন্তান প্রসবের পর স্থানীয় বাসিন্দারাই দ্রুত যোগাযোগ করে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। মা ও নবজাতককে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ ও বিপদমুক্ত রয়েছেন।

এই ঘটনা একদিকে সাধারণ মানুষের মানবিকতাকে উজ্জ্বল করলেও, অন্যদিকে রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর এলাকার দীর্ঘদিনের ট্রাফিক সমস্যাকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ মুমূর্ষু রোগী বা প্রসূতিদের যাতায়াতের জন্য কোনও ‘গ্রিন করিডোর’ বা বিকল্প রাস্তার ব্যবস্থা নেই। ফুলতলা ও মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় দিনের পর দিন যানজট বাড়লেও তা নিরসনে পুলিশের সক্রিয়তা চোখে পড়ছে না। আজ স্থানীয়দের সহায়তায় বড় বিপদ এড়ানো গেলেও, সবসময় পরিস্থিতি অনুকূল নাও থাকতে পারে।

রঘুনাথগঞ্জের এই ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, যানজট কেবল বিরক্তির কারণ নয়, এটি প্রাণঘাতীও হতে পারে। প্রশাসন অবিলম্বে যানজট নিরসনে কড়া পদক্ষেপ না নিলে আগামী দিনে এই ধরণের ঘটনা বড় কোনও দুর্ঘটনার কারণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *