‘জিরো-ওয়েস্ট ক্যাম্পাস’ গড়ে তোলার লক্ষ্যে সেমিনার


বহরমপুর গার্লস’ কলেজের উদ্যোগে আজ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল একদিনের আন্তর্জাতিক সেমিনার— “Integrated Waste Management for a Zero-Waste Campus: Strategies and Sustainable Practices”। কলেজের প্রাণিবিদ্যা বিভাগ, অর্থনীতি বিভাগ ও পরিবেশ বিজ্ঞান বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এবং আইকিউএসি (IQAC)-এর তত্ত্বাবধানে এই সেমিনারটি অনুষ্ঠিত হয় কলেজের আমিয়া রাও কনফারেন্স হলে। সকাল থেকেই শিক্ষক, গবেষক ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার বৈজ্ঞানিক ও টেকসই উপায় নিয়ে আলোচনা করা এবং ‘জিরো-ওয়েস্ট ক্যাম্পাস’ ধারণাকে বাস্তব রূপ দেওয়ার পথ খোঁজা। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতিদিন উৎপন্ন জৈব বর্জ্য, প্লাস্টিক, কাগজ, ই-বর্জ্য ও ক্ষতিকর বর্জ্য কীভাবে পরিবেশবান্ধব উপায়ে পরিচালনা করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেমিনারে বর্জ্য উৎসে পৃথকীকরণ, কম্পোস্টিং ও ভার্মি-কম্পোস্টিং, রিসাইক্লিং ও রিসোর্স রিকভারি, ই-বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক-মুক্ত ক্যাম্পাস গঠন এবং সবুজ নীতি গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়। বক্তারা জানান, শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের সচেতন অংশগ্রহণ ছাড়া জিরো-ওয়েস্ট ক্যাম্পাস গঠন সম্ভব নয়।
আন্তর্জাতিক স্তরের একাধিক বিশিষ্ট বিশেষজ্ঞ এই সেমিনারে বক্তব্য রাখেন। ইন্টারন্যাশনাল সোসাইটি অব ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটারের সভাপতি অধ্যাপক সাধন কুমার ঘোষসহ ইন্দোনেশিয়া, কেনিয়া ও ফিলিপিন্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা অনলাইন ও অফলাইনে অংশগ্রহণ করেন। তাঁদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ মতামত অংশগ্রহণকারীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গির সঞ্চার করে।
সেমিনারের অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের তৈরি রিসাইক্লড সামগ্রীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য হ্রাসের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কলেজের অধ্যক্ষ ড. হেনা সিনহা জানান “এই আন্তর্জাতিক সেমিনার পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে বহরমপুর গার্লস’ কলেজকে একটি সম্পূর্ণ ‘জিরো-ওয়েস্ট ক্যাম্পাস’-এ রূপান্তরিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে। বর্তমান সময়ে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন শুধুমাত্র একটি আলোচনার বিষয় নয়, বরং আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বহরমপুর গার্লস’ কলেজের উদ্যোগে আজ এই সেমিনার।“

ইন্টারন্যাশনাল সোসাইটি অব ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটারের সভাপতি অধ্যাপক সাধন কুমার ঘোষ বলেন “ এখানে আমরা একটা মিশন নিয়ে এসেছি সেটা হল ‘Catch them young: Zero Waste & Circular Economy in Campus’.এই মিশন ২০২৪ এর জানুয়ারিতে শুরু হয়েছিল এবং এই মিশনে ৪ লক্ষ ১৩ হাজার ৫০০ ছাত্র-শিক্ষক আছে। এর মূল উদ্দেশ্য হল এদের মধ্যে অভ্যাস পরিবর্তন করা। তার জন্য সেটা আগে শিখতে হবে সেটা হল এই বর্জ্য গুলোকে পৃথক করা।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *