নিউজ ফ্রন্ট, বহরমপুরঃ
মুর্শিদাবাদে ডিওয়াইএফআই-এর ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে বুধবার দিনভর উত্তেজনা তৈরি হয়। ওয়াকফ সম্পত্তি লুঠের বিরুদ্ধে অভিযোগ, ওবিসি বঞ্চনা এবং জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে জেলা শাসকের দপ্তর অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটি।
সংগঠনের মিছিল সকালেই বহরমপুরের ডিওয়াইএফআই পার্টি অফিস থেকে শুরু হয়। মিছিলটি টেক্সটাইল মোড় পেরিয়ে ডিএম অফিসের দিকে এগোতেই পুলিশ রবীন্দ্রসদন মোড়েই ব্যারিকেড করে পথ আটকায়। আগেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

পুলিশ বাধা দিলে মিছিলে উত্তেজনা ছড়ায়। কিছুক্ষণের মধ্যেই ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, সভাপতি অয়নাংশু সরকারসহ মোট সাতজনকে পুলিশ আটক করে। আটক কর্মীদের প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাওয়ার পর আন্দোলনকারীরা মিছির দিক ঘুরিয়ে বহরমপুর থানার সামনে জড়ো হন। সেখানে চলে অবস্থান বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
ডিওয়াইএফআই কর্মীদের দাবি ছিল একটাই—আটক সকল কর্মী ও নেতাদের নিঃশর্ত মুক্তি। প্রায় এক ঘণ্টার টানাপোড়েনের পর পুলিশ আটকদের ছেড়ে দেয়। মুক্তির পর ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক জানান, “ওয়াকফ বিলসহ বিভিন্ন গণস্বার্থের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। প্রশাসন অযথা বাধা দিয়েছে। গণতান্ত্রিক আন্দোলন চলবে।” দিনভর এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়ালেও বিকেলের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।