মুর্শিদাবাদের বহরমপুরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে এই চাঞ্চল্যকর অভিযান চালানো হয়। উদ্ধার হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে যুক্ত এবং সে মূলত অস্ত্র বহনের দায়িত্বে ছিল।
নিউজ ফ্রন্ট ডেস্ক | ৯ জুন, ২০২৫ | বহরমপুর:
রবিবার (৮ জুন) রাত ৮টা নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর-ডোমকল রাজ্য সড়কের শিলপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। বিশ্বস্ত ও গোপন সুত্রের ভিত্তিতে অভিযান চালায় থানার একটি বিশেষ টিম।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মাসুম শেখ (৩০), বাড়ি সাগরপাড়া এলাকায়।অভিযানে ধৃত মাসুম শেখের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি ৭.৬৫ মিমি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গুলি এবং ৬টি খালি ম্যাগাজিন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ধৃত মাসুম শেখকে অস্ত্র পাচারের ‘ক্যারিয়ার’ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ধৃতকে ৯ জুন বহরমপুর আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেছে আদালত ।
পুলিশ জানিয়েছে, এই অস্ত্র কোথা থেকে আসছিল এবং কোথায় পৌঁছানো হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। এই চক্রের পিছনে আরও কারা রয়েছে, তাও জানার জন্য ধৃতকে জেরা করা হবে। তদন্তে আরও বিস্ফোরক তথ্য বেরিয়ে আসতে পারে বলে অনুমান।