বেলডাঙ্গায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা, কাল জনসভায় সূচনার ডাক হুমায়ুন কবিরের

বেলডাঙ্গা, মুর্শিদাবাদ:
গোটা বাংলার সাধারণ মানুষের উদ্দেশ্যে এক বিশেষ বার্তায় নতুন রাজনৈতিক দলের সূচনার ঘোষণা করলেন হুমায়ুন কবির। তিনি জানান, আগামীকাল ২২ ডিসেম্বর ঠিক বেলা ১২টায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত মির্জাপুর খাগড়ুপাড়া মোড়ে এক বিরাট রাজনৈতিক জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নতুন দলের যাত্রা শুরু হবে। প্রায় ৫০ বিঘা জমির উপর আয়োজিত এই সভায় বিপুল জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে।

এক বিবৃতিতে হুমায়ুন কবির বলেন, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত ও অপমানিত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই এই নতুন রাজনৈতিক উদ্যোগের মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে বাংলার সব শ্রেণির মানুষকে একত্রিত করে রাজ্যের উন্নয়নে নতুন দিশা দেখানোই এই পথচলার উদ্দেশ্য। তিনি জানান, এই নতুন দলের চেয়ারম্যান হিসেবে তিনি নিজেই দায়িত্ব গ্রহণ করবেন।

হুমায়ুন কবিরের আহ্বান অনুযায়ী, মুর্শিদাবাদের ২৬টি ব্লক ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, বর্ধমান, বীরভূম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুরসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই জনসভায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সকাল ১০টা থেকেই বিভিন্ন জেলা ও ব্লক থেকে সমর্থকদের আগমন শুরু হবে।

বক্তব্যে তিনি বর্তমান রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে বলেন, শাসক দল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের বেতন কাঠামোর বৈষম্যের কথাও তুলে ধরে তিনি বলেন, একেক ক্ষেত্রে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পার্থক্য থাকলেও রাজ্য সরকার তা নিরসনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে গঠনমূলক বিরোধিতার কথাও উল্লেখ করে তিনি জানান, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই রাজনীতির পথ চলবে এই নতুন দল। কর্মসংস্থান সৃষ্টি, সাংবিধানিক অধিকার রক্ষা এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষাকে আগামী দিনের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি।

শেষে হুমায়ুন কবির বলেন, “আগামীকাল বেলা ১২টায় আমরা আনুষ্ঠানিকভাবে বাংলার মানুষের সামনে নতুন শপথ ও নতুন অঙ্গীকার নিয়ে হাজির হব। চার ঘণ্টা সময় দিয়ে এই সূচনালগ্নের অংশীদার হতে রাজ্যের সব মানুষের প্রতি আমার আন্তরিক আবেদন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *