নিউজ ফ্রন্ট | কলকাতা |
সুপ্রিম কোর্টে চাকরি বাতিল হওয়া SSC-র গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আজ কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হতে হয়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্যের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।
বিচারপতি জানতে চান—
- কীভাবে এই ভাতার অঙ্ক নির্ধারণ করা হল?
- অতীতে এরকম ভাতা দেওয়ার নজির নেই, তাহলে এখন কেন এত তৎপরতা?
- এই কর্মীরা বাড়িতে বসেই কি বেতন পাবেন?
- কোনো প্রক্রিয়া অনুসরণ না করেই কীভাবে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হল?
আবেদনকারীদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “যাঁদের বেআইনি নিয়োগ হয়েছে বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তাঁদের কোনো ভাতা দেওয়া আইনসম্মত নয়।”
অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না। পাশাপাশি, যাঁরা মামলা করেছেন তাঁদের এই বিষয়ে আইনি অধিকার নেই বলেও দাবি করেন তিনি।
বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, তিনি রায়দান স্থগিত রেখেছেন। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত সংবাদমাধ্যমকে এই তথ্য জানান।
এই মামলার রায় রাজ্য সরকারি নীতি এবং SSC-র ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে মহল।