নিউজ ফ্রন্ট | কলকাতা |
চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। স্টাফ সিলেকশন কমিশন (SSC) কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে চালু করল একটি নতুন মোবাইল অ্যাপ — ‘mySSC’। এই অ্যাপের মাধ্যমে এবার থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে সরাসরি আবেদন করা যাবে বিভিন্ন SSC নিয়োগ পরীক্ষার জন্য।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, SSC-এর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই অ্যাপের মাধ্যমে আধার নম্বর যাচাইকরণ সহ সমগ্র আবেদন প্রক্রিয়াটি এবার সম্পূর্ণ ডিজিটাল এবং সুরক্ষিত হবে। আগে SSC-এর ওয়েবসাইট ব্যবহার করে আবেদন জমা দিতে হতো এবং শুধুমাত্র ছবি আপলোড করার জন্য আলাদা অ্যাপ ব্যবহার করতে হতো। এখন থেকে সমগ্র আবেদন প্রক্রিয়াটিই সম্পন্ন হবে একটি মাত্র মোবাইল অ্যাপেই।
SSC জানিয়েছে, mySSC অ্যাপটির মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে কোনও ঝামেলা হবে না। আধার ভেরিফিকেশনের ফলে আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করা আরও সহজ হবে এবং সেই সঙ্গে ভুয়ো আবেদনও রোখা যাবে।
mySSC অ্যাপটি এখনই Google Play Store থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপটি শুধু বাংলা নয়, ভবিষ্যতে সমস্ত ভারতীয় ভাষাতেই ব্যবহার উপযোগী করার পরিকল্পনাও রয়েছে কমিশনের।
SSC-এর এই ডিজিটাল পদক্ষেপ আরও বেশি সংখ্যক প্রার্থীকে আবেদন করতে উৎসাহিত করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।