রাজ্যে নজির গড়ল নদিয়া-মুর্শিদাবাদ: ওয়াকফ সম্পত্তির ডিজিটাল পঞ্জিকরণে শীর্ষে দুই জেলা

নিউজ ফ্রন্ট, মুর্শিদাবাদ:

কেন্দ্রীয় সরকারের নির্দেশিত ওয়াকফ সম্পত্তির ডিজিটাল পঞ্জিকরণের কাজে রাজ্যে নজির সৃষ্টি করেছে নদিয়া ও মুর্শিদাবাদ জেলা। কেন্দ্রীয় সরকারের বিশেষ পোর্টাল ‘উমিদ’ (UMEED)-এ তথ্য আপলোডের ক্ষেত্রে এই দুটি জেলা রাজ্যের বাকি সব জেলার চেয়ে অনেক এগিয়ে রয়েছে বলে ঘোষণা করেছে রাজ্য ওয়াকফ বোর্ড। বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াকফ সম্পত্তি সুরক্ষার এই গুরুত্বপূর্ণ কাজে নির্দিষ্ট সময়সীমার অনেক আগেই এই দুই জেলার কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে।

রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শহীদুল্লাহ মুন্সি এই সাফল্যের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়াকফ সম্পত্তির ডিজিটাল নথিভুক্তিকরণ একটি সময়সাপেক্ষ কাজ হলেও, নদিয়া ও মুর্শিদাবাদ জেলা দ্রুততার সঙ্গে এবং নির্ভুলভাবে এই কাজ শেষ করেছে। এটি রাজ্যের অন্যান্য জেলার জন্য একটি উদাহরণ হয়ে উঠেছে, যেখানে ডিজিটাল পঞ্জিকরণ প্রক্রিয়া কিছুটা মন্থর গতিতে চলছে।

এদিকে, ‘উমিদ’ পোর্টাল এবং ওয়াকফ সম্পত্তির মালিকানা নিয়ে সংখ্যালঘু মহলে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করতে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে রাজ্য সরকার। নবান্নের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে:

শুধু পোর্টালে তথ্য আপলোড করলেই ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের দখলে চলে যাবে—এই ধারণা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। এই পঞ্জিকরণ প্রক্রিয়া শুধুমাত্র তথ্যের ডিজিটাল নথিভুক্তিকরণের জন্য, মালিকানা হস্তান্তরের জন্য নয়। পশ্চিমবঙ্গে প্রায় আট হাজার ওয়াকফ এস্টেটের অধীনে প্রায় ৮২ হাজার ওয়াকফ সম্পত্তি রয়েছে। এই সমস্ত সম্পত্তির তথ্য আগেই কেন্দ্রীয় সরকারের পুরনো পোর্টাল ‘ওয়ামসি’ (WAMSI)-তে নথিভুক্ত ছিল। আগে রাজ্য ওয়াকফ বোর্ড সরাসরি WAMSI পোর্টালে তথ্য আপলোড করত। কিন্তু নতুন ‘উমিদ’ পোর্টালে পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। এখন মুতওয়াল্লিদের (Wakf Estate Manager) ব্যক্তিগতভাবে সরাসরি পোর্টালে তাঁদের সম্পত্তির তথ্য আপলোড করতে হচ্ছে। এই আপলোডের পরই তা রাজ্য ওয়াকফ বোর্ডের মাধ্যমে যাচাই ও অনুমোদিত হবে।

ওয়াকফ বোর্ডের আশা, নদিয়া ও মুর্শিদাবাদের সাফল্যের পথ অনুসরণ করে রাজ্যের অন্যান্য জেলাও দ্রুত সময়ের মধ্যে এই ডিজিটাল পঞ্জিকরণের কাজ শেষ করবে। এর ফলে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য স্বচ্ছ এবং সুরক্ষিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *