বহরমপুর, মুর্শিদাবাদ:
আগামী ৪ তারিখ মুর্শিদাবাদে রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা। সেই জন্যই আজ নবান্নর বৈঠক সেরেই বিকেলে হাজির হন মুর্শিদাবাদ। এদিন বিকেল ৪.১০ নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে বহরমপুর ব্যারাক স্কোয়ারে। এদিন দুপুর থেকেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে মাঠে হাজির ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের নেতা, নেত্রী থেকে সাধারন মানুষ। এদিন মুখ্যমন্ত্রীর যাবার জন্য নির্ধারিত গাড়ি থাকলেও হঠাত তিনি ঘুরে গিয়ে মাঠের চারপাশে উপস্থিত অনুগামীদের উদ্দেশে হাত নাড়েন। সেই ঘোরার মাঝেই ব্যারাক স্কোয়ার ময়দানে তৈরি হলো এক হৃদয়স্পর্শী মুহূর্ত। হাজার হাজার মানুষের ভিড়েও তিনি চোখে আঙুল দিয়ে ডেকে নিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের (MMCH) স্টাফ নার্স শাহানাজ পারভীনকে। মুখ্যমন্ত্রীর হাত থেকে উপহার পেয়ে আবেগে আপ্লুত হন নার্স শাহানাজ।
মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর ভিড়ে ডিউটিতে ছিলেন স্টাফ নার্স শাহানাজ পারভীন। তাঁর দিকে সরাসরি আঙুল দিয়ে ইশারা করে মুখ্যমন্ত্রী তাঁকে কাছে ডেকে নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হলো, এই প্রশ্নের জবাবে শাহানাজ জানান: “উনি বললেন, ‘আমরাই নাকি বেশি ভালো কাজ করি।‘ আমিও থ্যাংক ইউ বললাম।” শাহানাজ পারভীনের কাছে এই মুহূর্তটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। তিনি বলেন, “ভাবিনি এমন সুযোগ পাব। ভালো লেগেছে এমন সুযোগ পেয়েছি আমি। খুব ভালো।”
নার্স শাহানাজ এই অপ্রত্যাশিত সম্মানকে ‘বাড়তি পাওনা‘ হিসেবে দেখছেন এবং এটিকে জীবনের এক স্মরণীয় ‘স্মৃতি‘ হিসেবে ধরে রাখতে চান। তিনি নিশ্চিত করেন, ভিড়ের মধ্যেই তাঁর একজন সহকর্মী বা ডাক্তার বাবু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ছবি তুলে দিয়েছেন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত শাহানাজ পারভীন জেলারই বাসিন্দা। মুখ্যমন্ত্রীর এই প্রশংসার পর তিনি জানান, এটি তাঁর কাজের প্রতি স্পৃহাকে আরও বাড়িয়ে দেবে: “উনি যে প্রশংসা করেছেন, তার পর আরও একটু ভালোভাবে নিশ্চয় করার চেষ্টা করব। কাজের স্পৃহা বেড়ে যাবে।“