কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক পরিণতি! বহরমপুরে বাইকের ধাক্কায় প্রাণ হারালেন আজিমগঞ্জ আরপিএফের ইনচার্জ

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন রেল পুলিশের এক শীর্ষ আধিকারিক। সোমবার বহরমপুরে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হলো আজিমগঞ্জ আরপিএফ (RPF) পোস্টের ইনচার্জ ইন্সপেক্টর ওম প্রকাশ মীনার। এই ঘটনায় পুলিশ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি নির্দিষ্ট অভিযানের নেতৃত্ব দিতে আজিমগঞ্জ থেকে সদলবলে বহরমপুরে এসেছিলেন ইন্সপেক্টর ওম প্রকাশ মীনা। তাঁর দল স্থানীয় বহরমপুর থানাকে আগাম কোনো খবর না দিয়েই এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। এরপর নিয়মমাফিক অভিযানের বিষয়টি নথিভুক্ত করতে এবং আনুষ্ঠানিক লিখিত অনুরোধ (Formal Written Request) জমা দিতে তিনি বহরমপুর থানার দিকে যাচ্ছিলেন।

ঘটনাটি ঘটে রাধারঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস মোড় সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্সপেক্টর মীনা যখন পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন, ঠিক সেই সময়ই একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

সহকর্মী এবং স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (MMCH) নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, ঘাতক মোটরসাইকেলটির চালক আজাদ শেখ (২৫)-ও এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। পুলিশ বাইকটিকে আটক করেছে এবং আহত চালককে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

পুলিশ প্রশাসন সূত্রে খবর, ওম প্রকাশ মীনার মতো একজন দক্ষ অফিসারের এমন আকস্মিক মৃত্যুতে আরপিএফ বাহিনী এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের বা দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *