নিজস্ব সংবাদদাতা, ফারাক্কা: তিনি দিব্যি বেঁচে আছেন, চলাফেরা করছেন, কথা বলছেন। অথচ সরকারি নথিতে তিনি নাকি ‘মৃত’! মুর্শিদাবাদের ফারাক্কায় ভোটার তালিকার এই অদ্ভুত বিভ্রাট ঘিরে শোরগোল পড়ে গেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও যিনি ভোট দিয়েছেন, ২০২৫-এর খসড়া ভোটার তালিকায় তাঁকে ‘মৃত’ দেখিয়ে নাম বাদ দেওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে তোফিজুল হকের। জীবিত মানুষকে মৃত বানানোর এই ঘটনায় প্রশাসনিক গাফিলতি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
ফারাক্কার বাসিন্দা তোফিজুল হক দীর্ঘদিনের ভোটার। ২০০২ সাল থেকে তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন। এমনকি ২০২৪ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম জ্বলজ্বল করছিল। কিন্তু ২০২৫ সালের ভোটার সংশোধনের কাজ শুরু হতেই তিনি অবাক হয়ে লক্ষ্য করেন, তাঁর নামের পাশে ‘মৃত’ (Dead/Deleted) উল্লেখ করে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।
নিজের নাগরিক অধিকার ফিরে পেতে তোফিজুল প্রথমে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং প্রধানের দ্বারস্থ হন। কিন্তু অভিযোগ, জনপ্রতিনিধিদের দরজায় ঘুরেও কোনো সুরাহা পাননি তিনি। কেউ তাঁকে সঠিক পথ দেখাতে পারেননি। চূড়ান্ত হতাশ হয়ে অবশেষে তিনি যোগাযোগ করেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লার সঙ্গে। ইমতিয়াজ আহমেদ মোল্লা বিষয়টিতে হস্তক্ষেপ করার পরই প্রশাসনিক স্তরে নড়চড়ে বসে কর্তৃপক্ষ। তাঁর তৎপরতায় তোফিজুল কিছুটা আশার আলো দেখছেন বলে জানা গেছে।
জীবিত মানুষকে মৃত দেখানোর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফারাক্কা জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ মানুষের প্রশ্ন ভোটার তালিকা সংশোধনের সময় বিএলও (BLO)-রা কি বাড়ি বাড়ি গিয়ে যাচাই (Physical Verification) করেননি? যদি যাচাই হয়ে থাকে, তবে চোখের সামনে জীবিত মানুষকে দেখেও কেন ‘মৃত’ রিপোর্ট দেওয়া হলো? এটা কি নিছকই প্রশাসনিক গাফিলতি, নাকি এর পিছনে কোনো গভীর চক্রান্ত রয়েছে? স্থানীয়দের অভিযোগ, ইদানীং ভোটার তালিকায় এমন ভুলের সংখ্যা বাড়ছে। কখনো নামের বানান ভুল, কখনো বা জীবিতকে মৃত দেখানো এসবের জেরে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আজাদ সমাজ পার্টির নেতা ইমতিয়াজ আহমেদ মোল্লা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার হরণ করা গুরুতর অপরাধ। অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত যে কার গাফিলতিতে এমনটা হলো।” তোফিজুল হকও চাইছেন, দ্রুত তাঁর নাম তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করা হোক এবং দোষী আধিকারিক বা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আপাতত প্রশাসনিক ভুলের খেসারত দিতে গিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে ‘মৃত’ তোফিজুলের।