দিল্লি পাচারের আগেই ছক বানচাল! নিউ ফারাক্কায় ৪০ লক্ষ টাকার হেরোইন সহ ধৃত ১

নিজস্ব সংবাদদাতা, নিউ ফারাক্কা: রাজধানী দিল্লিতে মাদক পাচারের এক বড়সড় ছক বানচাল করে দিল রেল পুলিশ। শনিবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদার নিউ ফারাক্কা স্টেশন থেকে প্রায় ৫০০ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করল জিআরপি (GRP)। উদ্ধার হওয়া এই নিষিদ্ধ মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

মালদা জিআরপি-র আইসি প্রশান্ত রাই জানান, তাঁদের কাছে আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল যে নিউ ফারাক্কা রুট ব্যবহার করে মাদকের একটি বড় চালান পাচার হতে চলেছে। সেই তথ্যের ভিত্তিতেই মালদা জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং নিউ ফারাক্কা জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝায়ের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়।

শনিবার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে নজরদারি চালানোর সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। তাকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় ৫টি প্যাকেট। প্যাকেটগুলি খুলতেই দেখা যায় তাতে রয়েছে হেরোইন। ওজন করার পর জানা যায়, মাদকের পরিমাণ প্রায় ৫০০ গ্রাম।

পুলিশি জেরায় জানা গেছে, ধৃত ব্যক্তির বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি ‘ক্যারিয়ার’ হিসেবে কাজ করছিল। বৈষ্ণবনগর থেকে মাদক সংগ্রহ করে সে নিউ ফারাক্কা স্টেশনে এসেছিল এবং সেখান থেকে ট্রেনে চেপে দিল্লিতে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল। উদ্দেশ্য ছিল, রাজধানীর মাদক চক্রের হাতে এই বিপুল পরিমাণ হেরোইন তুলে দেওয়া। কিন্তু ট্রেনে ওঠার আগেই প্ল্যাটফর্মে জিআরপির জালে ধরা পড়ে যায় সে।

ধৃতের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে বহরমপুরের এনডিপিএস বিশেষ আদালতে পেশ করা হয়। এই আন্তঃরাজ্য পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং এই মাদকের মূল উৎস কোথায় তা খুঁজে বের করতে ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা। পুলিশ মনে করছে, ধৃতকে জেরা করলে এই চক্রের রাঘববোয়ালদের সন্ধান মিলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *