ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে অবৈধ কয়লা চক্রের বিরুদ্ধে ইডির তল্লাশি, ৪০টিরও বেশি স্থানে অভিযান

কলকাতা। ২১ নভেম্বর, ২০২৫।

বেআইনি কয়লা খনন, কয়লা চুরি এবং এর মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আজ এক বিরাট অভিযান শুরু করেছে। কয়লা মাফিয়াদের নেটওয়ার্কে আঘাত হানতে ইডি-র দল আজ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে একযোগে ৪০টিরও বেশি স্থানে তল্লাশি চালাচ্ছে। এই অভিযানটি অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA) এর অধীনে পরিচালিত হচ্ছে।

ইডি সূত্রে খবর, অবৈধ কার্যকলাপের মাধ্যমে সরকারি রাজস্বে যে শত শত কোটি টাকার বিশাল আর্থিক ক্ষতি হয়েছে, তার প্রমাণ এবং সুবিধাভোগীদের চিহ্নিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। আজ ভোর ৬টা নাগাদ ১০০ জনেরও বেশি ইডি আধিকারিক ও কর্মীর একটি দল এই তল্লাশি অভিযান শুরু করে।

সূত্রের খবর, এই অভিযানের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে ঝাড়খণ্ডের ধানবাদের প্রভাবশালী কয়লা ব্যবসায়ী এলবি সিংও (LB Singh) অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁর একাধিক ঠিকানাতেও তল্লাশি চালানো হচ্ছে।

ইডি কলকাতার নেতৃত্বে রাজ্যের ২৪টি ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। জেলাগুলির মধ্যে রয়েছে— দুর্গাপুর, পুরুলিয়া, হাওড়া এবং কলকাতা। এই রেইডগুলি অবৈধ কয়লা খনন, পাচার এবং কয়লার অবৈধ মজুতের ক্ষেত্রে জড়িত মূল অভিযুক্তদের আর্থিক নেটওয়ার্কগুলি খুঁজে বের করার উপর জোর দিচ্ছে।

ইডি রাঁচির নেতৃত্বে ঝাড়খণ্ডের মোট ১৮টি স্থানে তল্লাশি চলছে। এই অভিযানে ধনবাদ অন্যতম প্রধান কেন্দ্র। এই অভিযানগুলি কয়লা চুরি ও পাচারের একাধিক বড় মামলার সঙ্গে যুক্ত, যার সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে গেছে।

ইডি সূত্র জানাচ্ছে, এই অভিযান চলাকালীন একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি (Documents) এবং ডিজিটাল ডিভাইস (যেমন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন) বাজেয়াপ্ত করা হয়েছে। এই ডিভাইস এবং নথিগুলি অবৈধ লেনদেন ও পাচার চক্রের বিস্তৃতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সাঁড়াশি অভিযান কয়লা মাফিয়াদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *