বহরমপুরে আলুবোঝাই গাড়ি থেকে ১০৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই পাচারকারী

মুর্শিদাবাদ, বহরমপুর:
মুর্শিদাবাদে আবারও বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল বহরমপুর থানার পুলিশ। জাতীয় সড়ক ১২-এ তল্লাশি চালিয়ে আলু বোঝাই একটি ছোট চারচাকা গাড়ি থেকে ১০৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের দিক থেকে বহরমপুরের দিকে আসছিল সন্দেহজনক ওই আলুবোঝাই গাড়িটি। গোপন সূত্রে খবর পাওয়ার পর বহরমপুর থানার পুলিশ ফতেপুর মোড়ে নাকা চেকিং বসিয়ে গাড়িটি আটকায়। তল্লাশি চালাতেই ধরা পড়ে লুকোনো মাদক। গাড়ির বস্তা ও আলুর স্তূপের আড়ালে ছিল বিশাল গাঁজার চালান।

ধৃতরা হল দীপ দাস, বাড়ি: গাইঘাটা এবং রঞ্জিত সরকার, বাড়ি: বনগাঁ।এদের ২জনের ১জন গাড়ির চালক এবং ১জন খালাসি। দুজনকেই ঘটনাস্থলেই আটক করা হয় এবং মাদকবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

ডিএসপি (DNT) সুশান্ত রাজবংশী জানান “গাঁজার চালানটি মালদার গাজোল থেকে নিয়ে বনগাঁর দিকে পাচার করা হচ্ছিল। আমরা দু’জনকে জেরা করছি। এদের আগের কোনও অপরাধমূলক রেকর্ড আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা।”

পুলিশের অনুমান এদের পিছনে একটি বড় মাদক পাচার চক্র কাজ করছে। গাঁজা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ট্রাক ও পিকআপ ভ্যানে সবজি বা শাকসবজির আড়ালে এই ধরনের চালান বহন করা হয়।

ধৃতদের আজ আদালতে তোলা হবে এবং পুলিশ তাদের ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *