এসআইআর পর্যালোচনায় রাজ্যে এল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

নিউজ ফ্রন্ট, কলকাতা, ১৮ নভেম্বর:
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) কাজের অগ্রগতি দেখতে এবং বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ইভিএম পরীক্ষায় যোগ দিতে আজ পশ্চিমবঙ্গে এল নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্বে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর সঙ্গে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী, মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল।

আজ সকাল ১১টা ৩০ মিনিটে প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর দলটি আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার নির্বাচন দপ্তরের সঙ্গে বৈঠকে যাবে।

বুধবার প্রতিনিধি দল নদিয়া এবং মুর্শিদাবাদে যাবে। বৃহস্পতিবার মালদা পরিদর্শন শেষে দলটি রাতে কলকাতা ফিরবে।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যে এন্যুমারেশন ফর্ম বিতরণে ৯৯.৬ শতাংশ অগ্রগতি হলেও, শহরের কিছু বিধানসভা কেন্দ্রে এখনও সমস্যা রয়ে গেছে। ৩৬টি কেন্দ্রের প্রায় ৩০ শতাংশ ভোটারকে সঠিকভাবে চিহ্নিত করা যায়নি বলে কমিশন সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *