নিউজ ফ্রন্ট, কলকাতা, ১৬ নভেম্বর:
কলকাতা ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচে আজ তৃতীয় দিনেই ভারত দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানের ব্যবধানে পরাজিত হয়েছে। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় ৯৩ রানে। উল্লেখযোগ্যভাবে, ১৫ বছর পর ভারতে টেস্ট ম্যাচ জেতার নজির গড়ল প্রোটিয়া দল।

দক্ষিণ আফ্রিকা আগের দিনের ৭ উইকেটে ৯৩ রানে খেলা শুরু করে। বাভুমা ও করবিনের জুটি অষ্টম উইকেটে ৪৪ রান যোগ করে। বুমরা করবিনকে বোল্ড করে এই জুটি ভাঙেন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৫৩ রানে। বাভুমা খেলেন ধৈর্যশীল ৫৫ রানের অপরাজিত ইনিংস। ভারতের হয়ে জাডেজা নেন ৪ উইকেট, সিরাজ ও কুলদীপ ২টি করে, আর বুমরা ও অক্ষর ১টি করে উইকেট দখল করেন।

প্রথম ইনিংসে ৩০ রানে এগিয়ে থেকে ম্যাচে স্পষ্ট সুবিধায় ছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় পুরো ম্যাচের রূপ পরিবর্তন করে দেয়। দলের মোট রান ২ হতেই আউট হন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কে.এল. রাহুল। এরপর মাঝের সারির ব্যাটাররা কেউই প্রতিরোধ গড়তে পারলেন না।
অধিনায়ক শুভমন গিল প্রথম ইনিংসে ব্যাট করার সময় ঘাড়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেননি। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ওয়াশিংটন সুন্দর (৩১)। অক্ষর প্যাটেল ২৬, জাডেজা ১৮ ও ধ্রুব জুরেল ১৩ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

সাইমন হার্মার ৪ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনে বিপর্যয় নামিয়ে আনেন। মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ নেন ২টি করে উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করায় সাইমন হার্মার নির্বাচিত হন ম্যাচের সেরা খেলোয়াড়।
এই জয়ে দক্ষিণ আফ্রিকা ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করল।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হবে।