বহরমপুর, নিউজ ফ্রন্ট:
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাণীনগর গ্রামে বড়সড় অভিযান চালাল বহরমপুর থানার পুলিশ। সাইদুল শেখের বাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুই কেজি অ্যান্টিমনি ট্রাইসালফাইড (Sb₂S₃)। বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত এই রাসায়নিক উপাদান সাধারণত বিপজ্জনক তালিকায় পড়ে, যা হাতে পাওয়া আইনত দণ্ডনীয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের খবর পেয়ে সাইদুল শেখ, এক মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সাইদুলের বিরুদ্ধে আগেও NDPS আইন ও বিস্ফোরক পদার্থ আইনে একাধিক মামলা রয়েছে। তাই তার বাড়িতে এই নিষিদ্ধ রাসায়নিক মজুত থাকার ঘটনায় সন্দেহ আরও জোরালো হচ্ছে।
দুর্ঘটনার আশঙ্কায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পাশাপাশি বোমা নিষ্ক্রিয় দপ্তরকে জানানো হয়েছে, যাতে উদ্ধার সামগ্রী সুরক্ষিতভাবে হ্যান্ডেল করা যায়।
পুলিশের একটি দল এলাকায় টহল বাড়িয়েছে। সাইদুল এবং ঘটনায় জড়িত অন্যদের খোঁজে তল্লাশি ও গ্রেপ্তারির চেষ্টা চলছে। কোথা থেকে এই রাসায়নিক এল এবং এর ব্যবহার কোথায় হওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
মুর্শিদাবাদ জেলায় বারবার বোমা এবং বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধারের ঘটনা জেলার নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলার উপর প্রশ্ন তুলছে।