নিউজ ফ্রন্টঃ
আল-কায়দা (Al-Qaeda) সংযুক্ত জঙ্গি চক্রান্ত মামলায় বুধবার দেশের পাঁচটি রাজ্যে একযোগে ব্যাপক তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। গুজরাতের একটি জঙ্গি সাজিশ মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা এবং গুজরাতের মোট দশটি স্থানে এই অভিযান চালানো হয়। সন্দেহভাজনদের বাড়ি ও ঘনিষ্ঠ সহযোগীদের স্থানে হানা দিয়ে উদ্ধার হয়েছে একাধিক ডিজিটাল ডিভাইস এবং আপত্তিজনক নথি। সব উদ্ধার হওয়া সামগ্রী ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
২০২৩ সালের জুনে এই মামলাটি নথিভুক্ত হয়। তদন্তে উঠে এসেছে বেআইনি অনুপ্রবেশ, জাল নথি তৈরি করে বিদেশি নাগরিকদের ভারতীয় পরিচয় দেওয়া, এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ যোগসূত্র। এনআইএ বলছে, চারজন বাংলাদেশের নাগরিক ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ভারতে ঢুকেছিল এবং এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল।
অভিযুক্তরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে যোগাযোগ রেখে অর্থ পাঠানো এবং ভারতীয় যুবকদের উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়ার কাজে জড়িত ছিল বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলেও এনআইএ জানিয়েছে, এই নেটওয়ার্কের আর্থিক লেনদেন, যোগাযোগ চক্র এবং সীমান্তপারের সক্রিয় যোগসূত্র শনাক্ত করতে তদন্ত এখনও জারি রয়েছে।