নিউজ ফ্রন্ট, কলকাতাঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে জেলায় বাড়তি সতর্কতা। সেই প্রক্রিয়ার অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কমিশন সূত্রের খবর, সংশোধনী চলাকালীন কোনো অনিয়ম বা পক্ষপাতের অভিযোগ যেন না ওঠে, সেই লক্ষ্যেই এই সফর।
কর্মকর্তারা রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকে SIR-এর বর্তমান অবস্থা, মাঠপর্যায়ের কাজ কতটা সঠিকভাবে হচ্ছে, BLO-রা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন কি না এবং জমা পড়া অভিযোগের নিষ্পত্তি কতদূর এগিয়েছে, সবই খুঁটিয়ে দেখবেন। সংশ্লিষ্ট রিপোর্ট সরাসরি দিল্লিতে কমিশনের সদর দপ্তরে পাঠানো হবে বলে জানা গেছে।