SIR আতঙ্কের আবহে সাইবার ক্যাফেতে পুলিশের হানা, নকল জন্ম শংসাপত্র ও সরকারি স্ট্যাম্প সহ গ্রেপ্তার ১

নিউজ ফ্রন্টঃ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) আবহে সরকারি নথি জাল করার এক বড়সড় চক্রের হদিস পেল পুলিশ। গতকাল রাতে খড়িবাড়ি থানা এবং ফাঁসিদেওয়া থানার যৌথ উদ্যোগে বড়সড় অভিযান চালানো হলো বিধাননগরে। একটি সাইবার ক্যাফেতে হানা দিয়ে বিপুল সংখ্যক নকল জন্ম ও মৃত্যু শংসাপত্র সহ একাধিক নকল সরকারি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।উদ্ধার হয় বিপুল পরিমাণ নকল জন্ম ও মৃত্যু শংসাপত্র, একাধিক নকল সরকারি স্ট্যাম্প এবং নথি তৈরির সরঞ্জাম।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগেই খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা, নবজিত গুহ এবং আরেক সহকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে সুব্রত ঘোষের নাম। সন্দেহ ছিল, সরকারি স্ট্যাম্প ব্যবহার করে তার সাইবার ক্যাফেতে বসেই তৈরি করা হচ্ছিল নকল জন্ম-মৃত্যু শংসাপত্র।

এরপরই যৌথ পুলিশ দল বিধাননগরের ওই সাইবার ক্যাফেতে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় ভুরিভুরি নকল শংসাপত্র, সরকারি স্ট্যাম্পের নকল ছাপ এবং বেশ কিছু ডিজিটাল নথি তৈরির উপকরণ। তদন্তকারীদের দাবি, একটি সক্রিয় জাল নথি চক্র এখান থেকেই পরিচালিত হচ্ছিল।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সুব্রত ঘোষকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ এখন পুরো চক্রের আর কারা যুক্ত আছে এবং কোথায় কোথায় এই নকল শংসাপত্র ব্যবহার হয়েছে তা খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *