কলকাতা, ১২ নভেম্বর:
বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্যে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বড় পদক্ষেপ নিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার তালিকা থেকে ‘ভুয়ো ভোটারদের’ নাম বাদ দেওয়ার দাবিতে তিনি আজ নির্বাচন কমিশনে (EC) পৌঁছান।
নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশের আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন যে, তিনি কমিশনের কাছে ৩৭টি ফাইল ভর্তি নথি জমা দিতে এসেছেন। তাঁর দাবি, এই নথিগুলিতে রাজ্যের ১৩ লক্ষ ২৫ হাজার ভুয়ো ভোটারের প্রমাণ রয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, এই বিশাল সংখ্যক ভুয়ো ভোট রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। তিনি নির্দিষ্টভাবে কাঁথি, তমলুক, বীরভূম, পুরুলিয়া এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের একাধিক ভোটার তালিকার দিকে ইঙ্গিত করেছেন। তাঁর অভিযোগ, শাসক দল ভোটে সুবিধা নেওয়ার জন্য অবৈধভাবে এই নামগুলি তালিকায় যুক্ত করেছে।
সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন পশ্চিমবঙ্গ-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে, ঠিক সেই সময়ই এই ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে।
ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া এবং তালিকা পরিষ্করণে স্বচ্ছতা বজায় রাখার দাবিতে নির্বাচন কমিশনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর এই পদক্ষেপ রাজ্যের আসন্ন নির্বাচনগুলির আগে ভোটার তালিকা ও নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও এক ধাপ বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।