বহরমপুর, নিউজ ফ্রন্ট:
এসআইআর আতঙ্কে আত্মহত্যা করা বহরমপুরের গান্ধী কলোনির বাসিন্দা তারক সাহার পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রবিবার সন্ধ্যায় তারক সাহার স্ত্রী প্রিয়া সাহার হাতে তিন লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার এবং বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখোপাধ্যায় এদিন সন্ধাবেলায় নিজে উপস্থিত থেকে প্রিয়া সাহার হাতে ওই অর্থ তুলে দেন। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলের সর্বোচ্চ স্তরের নির্দেশেই এই সাহায্য দ্রুত পৌঁছে দেওয়া হয়েছে যাতে পরিবারের পাশে প্রশাসনিক ও মানবিক দুই দিক থেকেই সমর্থন থাকে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার এসআইআর আতঙ্কে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছিলেন বহরমপুরের গান্ধী কলোনির বাসিন্দা তারক সাহা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের আর্থিক অনটন এবং মানসিক বিপর্যয়ের কথা মাথায় রেখে তৃণমূল নেতৃত্ব দ্রুত উদ্যোগ নেয়।
এর আগে মৃতের শ্রাদ্ধের খরচ বাবদ ৫০ হাজার টাকা সাহায্য করেছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখোপাধ্যায়। রবিবার দুপুরে মৃতের বাড়িতে যান রাজ্যের মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি প্রিয়া সাহাকে আশ্বাস দেন যে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকবে।
তৃণমূলের জেলা নেতৃত্বের বক্তব্য, “মানুষের দুঃখে-সুখে সবসময় পাশে থাকা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই দলের প্রতিটি নেতা-কর্মী মানুষের পাশে দাঁড়াচ্ছেন।”