ধর্মীয় অনুভূতিতে আঘাত গ্রহণযোগ্য নয়, শর্মিষ্ঠার জামিনের আর্জি খারিজ হাইকোর্টে

নিউজ ফ্রন্ট ডেস্ক | কলকাতা | ৩ জুন ২০২৫

ইনস্টাগ্রামে বিতর্কিত ভিডিও পোস্ট করে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া পুণের চতুর্থ বর্ষের ছাত্রী শর্মিষ্ঠা পানোলি জামিন পেলেন না কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় জানিয়ে দেন, “বাকস্বাধীনতা থাকলেও কারোর ধর্মীয় বিশ্বাসে আঘাত গ্রহণযোগ্য নয়।”

বিচারপতি আরও বলেন, গার্ডেনরিচ থানায় ওয়াজাহাত খানের দায়ের করা এফআইআর টিকেই মূল মামলা হিসেবে বিবেচনা করতে হবে। বাকি যেসব এফআইআর বিভিন্ন থানায় দায়ের হয়েছে, সেগুলোকে এখনই গুরুত্ব দিয়ে পদক্ষেপ করা হবে না। তবে এই মামলায় আগামী জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে পরবর্তী শুনানি হবে।

রাজ্যে এই মামলার ভিত্তিতে নতুন করে কোনো FIR গ্রহণ করা হবে না বলেও জানিয়ে দেন আদালত। অর্থাৎ একই অভিযোগে একাধিক মামলা যাতে না হয়, তার জন্য আগে থেকেই আইনি রক্ষাকবচ তৈরি করে দিল আদালত।

প্রসঙ্গত, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি গত মাসে ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করেন, যা পরবর্তীকালে তিনি মুছে ফেলেন ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। তবুও গার্ডেনরিচ সহ একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপর গুরগাঁও থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ এবং আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায়।

এদিন আদালতের পর্যবেক্ষণ স্পষ্ট করে দিল, ব্যক্তিস্বাধীনতা মতপ্রকাশের অধিকার থাকলেও তা ধর্মীয় সহিষ্ণুতা সামাজিক শান্তির পরিপন্থী হলে তা গ্রহণযোগ্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *