অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে কার্তিক একাদশীর দিনে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত বহু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
নিউজ ফ্রন্ট, ১ নভেম্বর:
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শুক্রবার সকালে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। কার্তিক একাদশীর পুণ্য উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত মন্দিরে পুজো দিতে আসেন। অতিরিক্ত ভিড়ের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ভক্তদের সারি, ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত ৯ জনের, আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, “চিন্না তিরুপতি” নামে পরিচিত এই মন্দিরটি সম্প্রতি এক ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হয়। এবারই প্রথমবার এত সংখ্যক মানুষ একসঙ্গে এখানে আসেন। মন্দিরের পরিসর ছোট হওয়ায় প্রবেশপথে ভিড়ের চাপে সৃষ্টি হয় বিশৃঙ্খলার, যা থেকে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
ঘটনার খবর পেয়েই পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ মন্দির প্রাঙ্গণ খালি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত প্রশাসন ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (X) প্ল্যাটফর্মে পোস্ট করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, “অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলমের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারানোদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, “শ্রীকাকুলম জেলার কাশীবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনা আমাদের সকলকে স্তম্ভিত করেছে। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল।” তিনি প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন আহতদের উপযুক্ত চিকিৎসা ও দ্রুত ত্রাণ-বাঁচাও ব্যবস্থা নিশ্চিত করতে।