নিউজ ফ্রন্ট ডেস্ক | ব্যারাকপুর | ৩ জুন ২০২৫
খড়দহ ও কামারহাটি থানার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে উদ্ধার করা হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে খড়দহের এক এলাকা থেকে ধৃত হয় এক ব্যক্তি, যার নাম নঈম আনসারি ওরফে নেপালি। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নঈম আনসারি স্থানীয় রাজনৈতিক মহলে পরিচিত নাম। এক সময় তিনি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-এর সঙ্গে যুক্ত ছিলেন বলেই খবর। এলাকায় তিনি তৃণমূল নেতা হিসাবেই পরিচিত ছিলেন।
ধৃতকে মঙ্গলবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ তার জন্য হেফাজতের আবেদন জানায়। কেন এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ তার কাছে এল, এর নেপথ্যে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তার রাজনৈতিক যোগাযোগ ও অতীত কর্মকাণ্ডও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা জানতে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই ধরনের অস্ত্র মজুত রাজ্যে আইনশৃঙ্খলার ক্ষেত্রে কতটা বিপজ্জনক হতে পারে, তা নিয়ে উদ্বিগ্ন তদন্তকারী আধিকারিকেরা।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও তৃণমূলের তরফে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তদন্তে ধৃতের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি, তার আর্থিক উৎস ও অস্ত্র যোগানদাতার সন্ধানেও তৎপর প্রশাসন।
এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে ফের একবার অস্ত্র-রাজনীতি ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।