অবশেষে কাটল অচলাবস্থা: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন অধ্যাপক আশিস ভট্টাচার্য

নিউজ ফ্রন্ট, মালদা, ৩০ অক্টোবর:

দীর্ঘ পাঁচ বছর ধরে চলা অচলাবস্থা এবং উপাচার্যহীন অবস্থার অবসান ঘটিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় (Gour Banga University) অবশেষে স্থায়ী উপাচার্য পেল। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সি. ভি. আনন্দ বোস আজ অধ্যাপক আশিস ভট্টাচার্যের নামে স্থায়ী উপাচার্য হিসেবে অনুমোদন দিয়েছেন।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি ২০১৯ সাল থেকেই কার্যত অস্থায়ীভাবে চলছিল। ২০১৯ সালে অধ্যাপক স্বাগত সেন স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও মাত্র নয় মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। এরপর বিভিন্ন সময়ে অস্থায়ী উপাচার্যেরা বিশ্ববিদ্যালয়টির দায়িত্ব সামলেছেন। গত সেপ্টেম্বর মাসে রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়কে উপাচার্য পদ থেকে সরিয়ে দেন, যার পর থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য ছিলেন না।

নবান্ন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার গৌড়বঙ্গ সহ আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য নাম প্রস্তাব করে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল। সেই প্রস্তাবিত নামগুলির মধ্যে থেকেই রাজ্যপাল আজ অধ্যাপক আশিস ভট্টাচার্যের নামে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে চূড়ান্ত অনুমোদন দিলেন।

দীর্ঘদিনের এই প্রশাসনিক শূন্যতা পূরণ হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষামহলে স্বস্তি ফিরেছে। অধ্যাপক আশিস ভট্টাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক কাজকর্মে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *