নিউজ ফ্রন্ট ডেস্ক | জুন ২, ২০২৫ | উত্তর ২৪ পরগণা
গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন (SSC)–কে ঘিরে একের পর এক দুর্নীতি, অনিয়ম ও আইনি জটিলতার অভিযোগ উঠে এসেছে। হাইকোর্টের নির্দেশ, চাকরি বাতিল, নতুন নিয়ম জারি—এসবের জেরে প্রক্রিয়াটি কার্যত থমকে আছে বহু ক্ষেত্রেই। হাজার হাজার চাকরিপ্রার্থী বছরের পর বছর ধরে পরীক্ষা দিয়ে পাশ করেও এখনও চাকরি পাননি আর যারা চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি আর নেই । SSC-র একাধিক নিয়োগের ফলাফল নিয়ে জট, আদালতের নির্দেশে নিয়োগ বাতিল, আবার নতুন করে বিজ্ঞপ্তি জারির কথা—এই অনিশ্চয়তার আবহে আন্দোলন, বিক্ষোভ, ঘেরাও যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটেই, ২০২২ সালের TET পরীক্ষার্থীদের অভিযোগ, তারা পরীক্ষা পাশ করার তিন বছর পরেও ইন্টারভিউয়ের ডাক পাননি। তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে। চাকরি তো দূরের কথা, কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে—তা নিয়েও কোনো আশ্বাস নেই শিক্ষা দপ্তরের তরফে। সেই হতাশা ও ক্ষোভ থেকেই মঙ্গলবার উত্তর ২৪ পরগণার DPSC (District Primary School Council) দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সফল পরীক্ষার্থীরা

তাঁদের সোজাসাপ্টা প্রশ্ন:“মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় বলছেন ৫০ হাজার শূন্যপদ রয়েছে, তাহলে নিয়োগ হচ্ছে না কেন?”
“২০২২ সালে টেট পাস করেছি। কিন্তু এখনও কোনো ইন্টারভিউ কল নেই। আমরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি। সরকারি চাকরির স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এই স্বপ্ন শুধু কাগজেই রয়ে যাবে।”
উত্তর ২৪ পরগণা DPSC-র চেয়ারম্যান দেবব্রত সরকার বলেন, “এই বিষয়টি একান্তই প্রাথমিক শিক্ষা পর্ষদের। আমরা শুধু তাদের নির্দেশ অনুযায়ী কাজ করি। কবে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি হবে, সে সিদ্ধান্ত পর্ষদই নেবে।”
বিক্ষোভকারীদের দাবি, এইভাবে বছরের পর বছর ধরে তাঁদের ভবিষ্যৎকে ঝুলিয়ে রাখা অত্যন্ত অন্যায় এবং মানসিক নিপীড়নের শামিল।