লালু শুধু নিজের পরিবারের জন্যই কাজ করেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কটাক্ষ

নিউজ ফ্রন্ট, মুজফ্ফরপুর, ২১ অক্টোবর

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মঙ্গলবার মুজফ্ফরপুর থেকে তাঁর নির্বাচনী প্রচারের সূচনা করেন। সেখানে জনসভায় তিনি আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে তীব্রভাবে আক্রমণ করে বলেন, “লালু যাদব সব কিছু নিজের পরিবারের স্বার্থে করেন।”

নীতীশ কুমার অভিযোগ করেন, “যখন লালু যাদব জেলে গেলেন, তখন নিজের স্ত্রীকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। রাজনীতি মানে মানুষের সেবা, কিন্তু ওনার রাজনীতি কেবল পরিবারকেন্দ্রিক।”

নীতীশ কুমার তাঁর ২০ বছরের সরকারের সঙ্গে পূর্ববর্তী আরজেডি সরকারের আমলের তুলনা টেনে আনেন। “আমরা কিছু সময়ের জন্য অন্য জোটে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পেরেছিলাম সব ভুল হচ্ছে। তাই স্থায়ীভাবে ফিরে এসেছি। তিনি বলেন, “আমাদের সরকার গত ২০ বছর ধরে লাগাতার উন্নয়নের কাজ করে চলেছে, কিন্তু এর আগে যে সরকার ছিল, তাদের অবস্থা একবার মনে করুন।” এখন আমরা বিহারের উন্নয়নেই একমাত্র মনোনিবেশ করেছি।”

জনসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর সরকারের আমলে বিহারে বড় পরিবর্তন এসেছে। “২০ বছর ধরে আমরা উন্নয়নের কাজ করে যাচ্ছি। আগে সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বেরোতে ভয় পেত। এখন শান্তি ও সম্প্রীতির পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে,” বলেন নীতীশ।

তিনি আরও জানান, বিহারে সড়ক ও বিদ্যুতের পরিকাঠামোতে বিশাল উন্নতি হয়েছে। শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও রাজ্য সরকার উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলে দাবি তাঁর। নীতীশ কুমার বলেন, “আমরা ১০ লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু ইতিমধ্যে ৫০ লাখের বেশি তরুণকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এক কোটি যুবক-যুবতীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।”

নীতীশের এই আক্রমণাত্মক বক্তব্যকে কেন্দ্র করে বিহারের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে।এই জনসভা থেকে নীতীশ কুমার একদিকে যেমন তাঁর সরকারের উন্নয়নমূলক কাজ ও বিপুল কর্মসংস্থানের খতিয়ান তুলে ধরলেন, তেমনই পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে আসন্ন নির্বাচনের প্রচারের সুর বেঁধে দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *