নয়াদিল্লি, ২০ অক্টোবর:
দেশজুড়ে দীপাবলির আনন্দে যখন আলো ঝলমল করছে, সীমান্তেও সেই উৎসবের ছোঁয়া পৌঁছে গেল ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর (BSF) জওয়ানদের কাছে। দেশ রক্ষায় নিয়োজিত এই সৈন্যরা প্রিয়জনদের থেকে দূরে থেকেও দীপাবলি উদযাপন করলেন দেশমাতার সেবার অঙ্গ হিসেবেই।

জম্মুর আখনূর সেক্টরে এলওসি বরাবর সেনারা প্রদীপ জ্বালিয়ে, আতসবাজি পুড়িয়ে ও পূজা অর্চনা করে দীপাবলির শুভক্ষণ উদযাপন করেন। একই সঙ্গে সহকর্মীদের সঙ্গে মিষ্টি বিনিময় ও দেশবাসীর মঙ্গলকামনায় প্রার্থনা জানান।

কাশ্মীরের তিতওয়াল সেক্টরের আজমত-এ-হিন্দ পোস্টে সেনারা স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে দীপাবলি পালন করেন। সৈন্য ও সাধারণ মানুষের মিলিত এই উৎসব সীমান্তের কঠোর বাস্তবতার মধ্যেও মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

পাঞ্জাবের অমৃতসরের আতারি সীমান্তে, বিএসএফ জওয়ানরা স্থানীয় মন্দিরে পূজা দিয়ে দীপাবলি শুরু করেন। সন্ধ্যা নামতেই সীমান্ত জুড়ে দীপের আলো, রঙিন আতসবাজি আর দেশপ্রেমের গান ভরে তোলে বাতাস।

রাজস্থানের জয়সলমেরে, মরুপ্রান্তের নিস্তব্ধতা ভেঙে উঠেছিল দেশপ্রেমের আবেগে। বিএসএফ জওয়ানরা মাটির প্রদীপ ও মোমবাতিতে সীমান্ত আলোকিত করেন, যা প্রতীক হয়ে উঠেছে ঐক্য, সাহস ও শান্তির প্রতিশ্রুতির।
দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ যখন নিজের ঘরে আলো জ্বেলে উৎসব পালন করছে, তখন সীমান্তে দায়িত্ব পালনরত এই সৈন্যদের উৎসব দেশকে মনে করিয়ে দেয় তাঁদের ত্যাগ ও প্রহরার কারণেই আমাদের দীপাবলির আলো আজ এত নিরাপদ ও উজ্জ্বল।