ভারতের সীমানায় আলোয় ভরা দীপাবলি, সেনা ও বিএসএফ জওয়ানদের সঙ্গে উৎসবের উদযাপন

নয়াদিল্লি, ২০ অক্টোবর:
দেশজুড়ে দীপাবলির আনন্দে যখন আলো ঝলমল করছে, সীমান্তেও সেই উৎসবের ছোঁয়া পৌঁছে গেল ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর (BSF) জওয়ানদের কাছে। দেশ রক্ষায় নিয়োজিত এই সৈন্যরা প্রিয়জনদের থেকে দূরে থেকেও দীপাবলি উদযাপন করলেন দেশমাতার সেবার অঙ্গ হিসেবেই।

Jammu: Indian Army soldiers light diyas to celebrate Diwali near the Line of Control (LoC) in the Akhnoor sector, Jammu, on Friday, October 17, 2025. (Photo: IANS)

জম্মুর আখনূর সেক্টরে এলওসি বরাবর সেনারা প্রদীপ জ্বালিয়ে, আতসবাজি পুড়িয়ে ও পূজা অর্চনা করে দীপাবলির শুভক্ষণ উদযাপন করেন। একই সঙ্গে সহকর্মীদের সঙ্গে মিষ্টি বিনিময় ও দেশবাসীর মঙ্গলকামনায় প্রার্থনা জানান।

Kohima: The Indian Army celebrates Diwali with residents of Mandop Yumpham Relief Camp, Khurkhul, and Dwarika villages in Imphal West district of Manipur, on Saturday, October 18, 2025. (Photo: IANS)

কাশ্মীরের তিতওয়াল সেক্টরের আজমত-এ-হিন্দ পোস্টে সেনারা স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে দীপাবলি পালন করেন। সৈন্য ও সাধারণ মানুষের মিলিত এই উৎসব সীমান্তের কঠোর বাস্তবতার মধ্যেও মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

Kohima: The Indian Army celebrates Diwali with residents of Mandop Yumpham Relief Camp, Khurkhul, and Dwarika villages in Imphal West district of Manipur, on Saturday, October 18, 2025. (Photo: IANS)

পাঞ্জাবের অমৃতসরের আতারি সীমান্তে, বিএসএফ জওয়ানরা স্থানীয় মন্দিরে পূজা দিয়ে দীপাবলি শুরু করেন। সন্ধ্যা নামতেই সীমান্ত জুড়ে দীপের আলো, রঙিন আতসবাজি আর দেশপ্রেমের গান ভরে তোলে বাতাস।

Thiruvananthapuram: Children burn sparklers on the eve of Diwali, joining in the festive celebrations, in Thiruvananthapuram on Sunday, October 19, 2025. (Photo: IANS)

রাজস্থানের জয়সলমেরে, মরুপ্রান্তের নিস্তব্ধতা ভেঙে উঠেছিল দেশপ্রেমের আবেগে। বিএসএফ জওয়ানরা মাটির প্রদীপ ও মোমবাতিতে সীমান্ত আলোকিত করেন, যা প্রতীক হয়ে উঠেছে ঐক্য, সাহস ও শান্তির প্রতিশ্রুতির।

দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ যখন নিজের ঘরে আলো জ্বেলে উৎসব পালন করছে, তখন সীমান্তে দায়িত্ব পালনরত এই সৈন্যদের উৎসব দেশকে মনে করিয়ে দেয়  তাঁদের ত্যাগ ও প্রহরার কারণেই আমাদের দীপাবলির আলো আজ এত নিরাপদ ও উজ্জ্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *