জনপ্রিয় অসমীয়া গায়ক জুবিন গার্গের অস্বাভাবিক মৃত্যু ঘিরে যখন রাজ্যজুড়ে আলোচনা ও তদন্ত চলছে, তখন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আসামে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা আজ গুয়াহাটিতে এসে শিল্পী জুবিন গার্গের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।
আজ প্রথমে রাহুল গান্ধী সোনাপুরের কুমারকুছি এলাকায় অবস্থিত জুবিন গার্গ ক্ষেত্র পরিদর্শন করেন এবং প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি গুয়াহাটির কাহিলিপাড়ায় জুবিন গার্গের বাসভবনে যান। সেখানে তিনি জুবিন গার্গের স্ত্রী গরিমাসইকিয়া গার্গ এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী জুবিন গার্গের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা এবং তাঁদের প্রতি তাঁর সহমর্মিতা প্রকাশ করেন।
পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে রাহুল গান্ধী বলেন “জুবিন গার্গের অকাল প্রয়াণ শুধু অসম নয়, গোটা ভারতের সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। তাঁর কণ্ঠ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।”
তিনি আরও জানান, জুবিনের মৃত্যুকে ঘিরে জনগণের মধ্যে যে প্রশ্ন উঠেছে, তার দ্রুত ও স্বচ্ছ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।
“অসম সরকার যেন নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে এটাই আমাদের প্রত্যাশা,” মন্তব্য করেন রাহুল।
রাহুল গান্ধীর এই সফরকে কেন্দ্র করে এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে। স্থানীয়রা জানান, জুবিন গার্গ শুধু এক জন গায়ক নন, অসমের আবেগ ও গৌরবের প্রতীক ছিলেন তিনি। উল্লেখ্য, জুবিন গার্গের আকস্মিক মৃত্যু নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে রহস্য তৈরি হয়েছে। শিল্পীর ভক্তরা তাঁর মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।