নিউজ ফ্রন্ট ডেস্ক | ৩ জুন ২০২৫
১৭ বছরের অপেক্ষার অবসান ঘটাতে চলেছে আজ। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের ২০২৫ মরশুমের মহারণ আজ অনুষ্ঠিত হতে চলেছে গুজরাতের আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সন্ধ্যা ৭:৩০টা থেকে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS)।
দুই দলই এখনও পর্যন্ত কোনো আইপিএল ট্রফি জিততে পারেনি। ২০০৮ সালে টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে ১৭টি মরশুম পেরিয়ে গেলেও অধরা থেকে গিয়েছে চ্যাম্পিয়নের মুকুট। আজ সেই ইতিহাস পাল্টানোর দিন।
দলগত পরিসংখ্যান
RCB এর নেতৃত্বে রয়েছেন রাজত পাতিদার, যাঁরা কোয়ালিফায়ার ১-এ পাঞ্জাব কিংসকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছে।
PBKS এর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দল কোয়ালিফায়ার ২-এ মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।
লিগ পর্বে দুই দলই ১৪টি ম্যাচে ৯টি করে জয়, ৪টি হার ও ১টি করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ খেলেছে। নেট রানরেটে সামান্য এগিয়ে ছিল পাঞ্জাব। দুই দলের মধ্যে প্রতিযোগিতাও ছিল জমজমাট—পাঞ্জাব বেঙ্গালুরুতে জিতলেও, আরসিবি জবাব দিয়েছিল মুল্লানপুরে।
কীভাবে পৌঁছল দুই দল ফাইনালে?
আরসিবি প্রথম দল হিসেবে একটি মরশুমের সবকটি অ্যাওয়ে ম্যাচ জিতেছে।পাঞ্জাব কখনও টানা দুটি ম্যাচ হারেনি, যা দলের মানসিক দৃঢ়তার পরিচায়ক।
পাঞ্জাবের জয়যাত্রার পেছনে বড় অবদান রেখেছেন ঘরোয়া অখ্যাত(Uncapped) ভারতীয় খেলোয়াড়রা। অন্যদিকে, বড় তারকাখচিত পরিচিতি থেকে সরে এসে RCB এবার ততটা নামী নয় এমন নেতৃত্বে নিজেদের গুছিয়ে নিয়েছে।
ফাইনালের নজরকাড়া দিক
- আরসিবি ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে ফাইনালে পৌঁছেও হার মানে। এটি তাদের চতুর্থ ফাইনাল।
- পাঞ্জাব কিংস ২০১৪ সালে (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব) একমাত্রবার ফাইনাল খেলেছিল, হার তাদের কেকেআরের কাছে।
বিশেষ নজর থাকছে শ্রেয়াস আইয়ারের ওপর। তিনি প্রথম ক্রিকেটার যিনি তিনটি ভিন্ন দলকে আইপিএল ফাইনালে নিয়ে গেছেন—২০২০ সালে দিল্লি, ২০২৪-এ কেকেআর এবং এবার পাঞ্জাব কিংস।
আজকের ম্যাচ শুধু একটা ট্রফির জন্য নয়, এটা এক যুগের অপেক্ষার অবসান। যেই দলই জিতুক, আজ আইপিএল ২০২৫-এ আমরা এক নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছি।