বিহারের রাজনীতিতে বড়ো চমক: কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সানি হাজারি

সমস্তিপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস প্রার্থী সানি হাজারি কংগ্রেস দল থেকে ইস্তফা দিয়ে আজ ভারতীয় জনতা পার্টি (BJP)-তে যোগদানের ঘোষণা করেছেন। তিনি জেডিইউ (JDU) নেতা মহেশ্বর হাজারির পুত্র।

নিউজ ফ্রন্ট, সমস্তিপুর, ১৩ অক্টোবর:

বিহারের সমস্তিপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রাক্তন প্রার্থী সানি হাজারি আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দল থেকে পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন। সানি হাজারি হলেন বিহার সরকারের তথ্য ও জনসংযোগ মন্ত্রী এবং জেডিইউ-এর বরিষ্ঠ নেতা মহেশ্বর হাজারির পুত্র।

এদিন সমস্তিপুর জেলার হারপুর এলাউথ-এ অবস্থিত বিজেপি জেলা কার্যালয়ে আয়োজিত ‘মিলন সমারোহে’ তিনি বিজেপিতে যোগদান করেন। এই উপলক্ষে সানি হাজারি জানান যে, বিজেপি-র নীতি, নেতৃত্ব এবং জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সানি হাজারিকে দলে স্বাগত জানানোর জন্য এই অনুষ্ঠানে একাধিক বরিষ্ঠ বিজেপি নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন সাংসদ কে.পি. সিং যাদব, বিজেপি মিথিলাঞ্চল নির্বাচন ইনচার্জ মহেন্দ্র সিং, বিজেপি জেলা সভাপতি (উত্তর) নীলম সহনী, বিজেপি জেলা সভাপতি (দক্ষিণ) শশিধর ঝা এবং বিজেপি জেলা সাধারণ সম্পাদক সুনীল কুমার গুপ্তা বিজেপি নেতারা সানি হাজারির যোগদানে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, যুবসমাজের মধ্যে তাঁর পরিচিতি ও সক্রিয়তার কারণে আসন্ন নির্বাচনে দল আরও শক্তিশালী হবে। এই যোগদান বিহারের সমস্তিপুর এলাকার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *