নিউজ ফ্রন্ট, কলকাতাঃ
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকার নতুন পদক্ষেপ নিল। ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে অতিরিক্ত ৪৬টি ‘সুফল বাংলা’ ভ্রাম্যমান স্টল চালু করেছে রাজ্য কৃষি দপ্তর। এর ফলে বর্তমানে মোট ১৪৬টি মোবাইল সুফল বাংলা স্টল রাজ্যের বিভিন্ন জেলায় সক্রিয়ভাবে কাজ করছে।
এই স্টলগুলির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ত্রাণ সামগ্রী, যেমন—চাল, ডাল, তেল, শাকসবজি, ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। রাজ্য সরকারের দাবি, জরুরি পরিস্থিতিতে এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে যাচ্ছে।
কৃষি দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তায়ও জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে এক কোটি ২৩ লক্ষ টাকার মুসুর ডাল, ভুট্টা ও সর্ষের বীজ। উদ্দেশ্য, তাঁদের কৃষিকাজ পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় বীজ ও সামগ্রী সরবরাহ করা।
সরকারি সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই ভ্রাম্যমান স্টলগুলি চালু থাকবে, এবং প্রয়োজনে আরও স্টল চালু করা হবে। প্রশাসনের আশা, এই উদ্যোগ রাজ্যের দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করে তুলবে।