আলোচনার মাধ্যমে সমাধান করুন, নইলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন পাকিস্তান,কড়া হুঁশিয়ারি আফগান পররাষ্ট্রমন্ত্রীর


নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, ১২ অক্টোবর : দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানকে সরাসরি কড়া বার্তা দিলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাক্কি। তিনি বলেন, “পাকিস্তান হয় শান্তিপূর্ণ আলোচনার পথে আসুক, নয়তো আমরা অন্য পথও জানি।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট যে, কাবুল আর ইসলামাবাদ সম্পর্ক বর্তমানে চরম টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

মুত্তাক্কি দাবি করেন, সম্প্রতি পাকিস্তান যে কাবুলে হামলা চালিয়েছিল, তার প্রতিশোধ আফগানিস্তান ইতিমধ্যেই নিয়ে ফেলেছে। তবে সৌদি আরব, কাতারসহ কয়েকটি মিত্র দেশের অনুরোধে আপাতত আরও পালটা পদক্ষেপ স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, “আমরা সংঘাত চাই না, কিন্তু আত্মরক্ষায় আমরা পিছিয়ে থাকব না।” আফগান পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পাকিস্তানের সেনাবাহিনীকে পরোক্ষভাবে নিশানা করা হয়। মুত্তাক্কির মতে, “পাকিস্তানের এক বিশেষ গোষ্ঠী আফগানিস্তানে তালিবান সরকারের প্রত্যাবর্তনে অস্বস্তিতে ভুগছে। তারা চায় না যে আফগানিস্তান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব অবস্থান নিক।”

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আশাবাদী মুত্তাক্কি:

ভারত-আফগান সম্পর্কের প্রসঙ্গে মুত্তাক্কি বলেন, “আমাদের সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে। আমরা একসঙ্গে নতুন উচ্চতায় পৌঁছব।” তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকে কাবুল, দিল্লি ও কন্ধার-এর মধ্যে সরাসরি ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির দিকেও উভয় দেশ একমত হয়েছে।

মুত্তাক্কি আরও জানান, আফগানিস্তান ভারতকে খনিজ সম্পদ, কৃষি, অবকাঠামো, এবং ক্রীড়া সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। এছাড়া তিনি ভারতের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে চাবাহার বন্দর ব্যবহারের প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর মতে, “চাবাহার বন্দর আফগানিস্তান এবং ভারতের মধ্যে বাণিজ্যের নতুন দুয়ার খুলবে।” পাশাপাশি তিনি ভারত ও পাকিস্তান উভয় দেশকেই আটারি-ওয়াঘা সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানান, যাতে দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও মানুষে-মানুষে সংযোগ আরও জোরদার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *