নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, ১২ অক্টোবর : দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ফলো-অন চাপের মধ্যেও দুর্দান্ত লড়াই দেখাল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষে তাদের স্কোর ৪৯ ওভারে ২ উইকেটে ১৭৩ রান। এখনো ভারতের থেকে পিছিয়ে রয়েছে ৯৭ রানে, তবে ব্যাট হাতে শাই হোপ এবং জন কেম্বেলের দারুণ জুটি দলকে নতুন আশা জাগিয়েছে।
দিনের শুরুতেই ভারতের বাঁ-হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে যায়। কুলদীপ এই ইনিংসে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাঁ-হাতি রিস্ট স্পিনার হিসেবে যৌথভাবে সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডে ভাগ বসালেন। ৩৪৮ রানের বিশাল লিড নিয়ে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করতে বাধ্য করে। কিন্তু দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতা দেখান ওপেনার জন কেম্বেল ও অভিজ্ঞ ব্যাটার শাই হোপ। দু’জনেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ভারতের বোলারদের চাপে ফেলে দেন। কেম্বেল খেলেন নিজের টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ ইনিংস, অন্যদিকে শাই হোপ ছয় বছর পর তুলে নেন তাঁর প্রথম টেস্ট অর্ধশতরান।
ভারত এখনো স্পষ্টভাবে ম্যাচের নিয়ন্ত্রণে রয়েছে। দুই ব্যাটারের দুর্দান্ত লড়াইয়ের সুবাদে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ হাতে ৮টি উইকেট রেখে ইনিংস হার এড়ানোর লড়াই জারি আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু হবে ভারতের জয়ের লক্ষ্য নিয়ে, আর ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পে। এই টেস্ট জিততে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটি হবে ভারতের টানা দশম টেস্ট সিরিজ জয়।