নিউজ ফ্রন্ট, ১১ অক্টোবর :
ভারতীয় চলচ্চিত্র জগতের জীবন্ত কিংবদন্তি, বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আজ পা রাখলেন ৮৩ বছরে। উত্তরপ্রদেশের এলাহাবাদে (বর্তমানে প্রয়াগরাজ) জন্ম এই মহান অভিনেতার। তাঁর পিতা ছিলেন বিখ্যাত হিন্দি কবি হরিবংশ রায় বচ্চন এবং মা তেজি বচ্চন।
১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ সিনেমা দিয়ে অভিনয়জীবনের যাত্রা শুরু করেন অমিতাভ। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাঁর ঝুলিতে রয়েছে ২০০-রও বেশি সিনেমা, অগণিত জনপ্রিয় চরিত্র এবং কয়েক প্রজন্মের দর্শকের ভালোবাসা।
আজ তাঁর জন্মদিনে সকাল থেকেই মুম্বইয়ের জুহুতে তাঁর বাড়ি ‘জলসা’–র সামনে ভক্তদের ভিড় উপচে পড়ে। কেউ হাতে ফুল, কেউ পোস্টার, কেউ বা বিশাল কেক নিয়ে এসেছেন প্রিয় নায়কের জন্মদিন উদযাপন করতে। বহুজন ভক্ত সকাল থেকে অপেক্ষা করছেন শুধু এক ঝলক ‘বিগ বি’-কে দেখার জন্য।
অভিনয়ের পাশাপাশি তাঁর গভীর ও প্রভাবশালী কণ্ঠস্বর আজও মুগ্ধ করে লাখো মানুষকে। বয়স সত্ত্বেও কাজের প্রতি তাঁর একনিষ্ঠতা এবং শৃঙ্খলা তরুণ প্রজন্মের কাছে প্রেরণার উৎস।
দীর্ঘ পাঁচ দশকের অভিনয় জীবনে অমিতাভ বচ্চন পেয়েছেন অগণিত পুরস্কার ও সম্মান। ২০১৯ সালে তাঁকে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ প্রদান করা হয়।
বলিউডের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই আজ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।
‘সিলসিলা’, ‘শোলে’, ‘দিওয়ার’, ‘পা’, ‘পিঙ্ক’, ‘বাগবান’, ‘চিনি কম’, ‘কালা পাথর’—প্রতিটি যুগে তাঁর অভিনয় নতুন সংজ্ঞা দিয়েছে বলিউডকে।
অভিনয়, ব্যক্তিত্ব, শৃঙ্খলা ও অধ্যবসায়—সব মিলিয়ে অমিতাভ বচ্চন আজও ভারতীয় সিনেমার এক অনন্য প্রতীক।