ফের নকল চক্র! রাজ্যে নকল ডাক্তার, নকল শিক্ষক, নকল পুলিশকর্মীর পরে এবার ধরা পড়ল নকল টিকিট পরীক্ষক (টিটি)!

নিউজ ফ্রন্ট ডেস্ক | বারুইপুর | ১ জুন ২০২৫

গত কয়েক বছরে একাধিকবার এই রাজ্যে নকল পরিচয়ে সরকারি চাকরির আড়ালে প্রতারণা চক্র সামনে এসেছে। কখনও নকল ডাক্তার, কখনও নকল শিক্ষক, আবার কখনও বা পুলিশের পোশাকে প্রতারণা— রাজ্যবাসী এই সব খবর দেখে তাজ্জব। এবার সেই তালিকায় যুক্ত হল নকল টিকিট পরীক্ষক (টিটি)-এর ঘটনা।

শনিবার শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর স্টেশনে ধরা পড়লেন এক ব্যক্তি, যিনি নিজেকে চিফ টিকিট ইন্সপেক্টর (CIT) হাওড়া বলে দাবি করছিলেন এবং সাধারণ যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন। কিন্তু পরে জানা যায়, তিনি আদতে রেলের কোনও কর্মীই নন।

রেলের আসল টিকিট পরীক্ষকদের সন্দেহে ধরা পড়ে যায় এই ভুয়ো টিটি। অভিযুক্তের নাম সুপ্রতীক কুমার ব্যানার্জি, বয়স ৪৫ বছর। দিল্লির বাসিন্দা হলেও তিনি দক্ষিণ বারাসাতে ভাড়া বাড়িতে থাকছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তিনি স্বীকার করেছেন, টাকার বিনিময়ে এক ব্যক্তির কাছ থেকে এই ‘চাকরি’ পেয়েছিলেন।

এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে, প্রশাসনিক স্তরে যাচাই-বাছাই বা নজরদারির অভাব কতটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে?

পুলিশ এবং রেল কর্তৃপক্ষ যৌথভাবে তদন্তে নেমেছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত কি না তা জানার চেষ্টা চালাচ্ছে।

এই ঘটনার মাধ্যমে রাজ্যে ফের একবার স্পষ্ট হল— প্রতারণার নতুন ফর্মুলা যেন থামছেই না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *