নিউজ ফ্রন্ট ডেস্ক | নয়াদিল্লি | ১ জুন ২০২৫
ভারতকে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘বিকসিত ভারত ২০৪৭’ ভিশনের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ADB) প্রেসিডেন্ট মাসাটো কান্দা-র সঙ্গে শনিবার দিল্লিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী মোদী বৈঠকে বলেন, “গত দশকে ভারতের যে রূপান্তর ঘটেছে, তা ১৪০ কোটি ভারতবাসীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের এক শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।”
তিনি জানান, ভারতের পরিকাঠামো উন্নয়ন বিশেষ করে মেট্রো সম্প্রসারণ ও আঞ্চলিক র্যাপিড ট্রানজিট ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে আরও জোর দেওয়া হবে।
Had a wonderful meeting with Mr. Masato Kanda, in which we shared perspectives on a wide range of issues. India’s rapid transformation over the last decade has empowered countless people and we are working to add further momentum in this journey!@ADBPresident https://t.co/40TZ9BsrHV
— Narendra Modi (@narendramodi) June 1, 2025
ADB প্রেসিডেন্ট মাসাটো কান্দা এই বৈঠকে ঘোষণা করেন, আগামী ৫ বছরের মধ্যে ভারতীয় নগর পরিকাঠামো উন্নয়নে সংস্থা ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগ নগরায়ন, পরিকাঠামো এবং পরিবহন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
ভারত ১৯৬৬ সাল থেকে ADB-র বৃহত্তম ঋণগ্রহীতা দেশ।ভারত ও ABD-র মধ্যে পারস্পরিক অংশীদারিত্বের এই সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই দ্রুতগতির উন্নয়নের পথে সাম্য ও পরিবেশগত টেকসইতা বজায় রাখাও এক বড় চ্যালেঞ্জ।
বিকসিত ভারতের রূপায়ণে আন্তর্জাতিক সংস্থাগুলির এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক ও অর্থনৈতিক মহলের। ভারত যদি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে অগ্রসর হতে চায়, তবে এই ধরনের সহযোগিতা ভারতীয় অর্থনীতির গতি আরও তরান্বিত করবে।