মধ্যপ্রদেশে ১৪ শিশুমৃত্যুর পর পাঞ্জাবে নিষিদ্ধ করা হলো ‘Coldrif’ কাশির সিরাপ

নিউজ ফ্রন্ট, ৭ অক্টোবর:

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় ‘Coldrif’ কাশির সিরাপ সেবনের পর ১৪ জন শিশুর মৃত্যু ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। ঘটনাটির পরই পাঞ্জাব সরকার জরুরি পদক্ষেপ নিয়ে রাজ্যে এই ওষুধের বিক্রি, ব্যবহার ও বিতরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।

পাঞ্জাবের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (FDA) মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, “ঘটনার গুরুত্ব বিবেচনা করে এবং ছিন্দওয়াড়া জেলার শিশুমৃত্যুর ঘটনার সঙ্গে ‘Coldrif’ সিরাপের সম্ভাব্য যোগসূত্র পাওয়ায়, এই ওষুধটি রাজ্যে অবিলম্বে জনস্বার্থে নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে —

“পাঞ্জাবের সমস্ত ফার্মেসি, ওষুধ বিক্রেতা, ডিস্ট্রিবিউটর, নিবন্ধিত চিকিৎসক, হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন কোনওভাবেই এই ওষুধ ক্রয়, বিক্রয় বা ব্যবহার না করে। যদি কারও কাছে এই ওষুধের মজুত থেকে থাকে, তা অবিলম্বে FDA (ড্রাগস উইং)-কে জানাতে হবে।”

FDA জানিয়েছে, রাজ্যে ইতিমধ্যেই পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে, যাতে কোথাও এই ওষুধের অবৈধ বিক্রি না হয় এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়।

মধ্যপ্রদেশের ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, ওষুধটির দূষিত ব্যাচে ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশে থাকতে পারে, যা শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ও ইতিমধ্যে এই ঘটনার উপর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *