দশমীর রাতে নেশাগ্রস্ত কর্তব্যরত পুলিশ কর্মী, ভাইরাল ভিডিয়ো

নিউজ ফ্রন্ট, শ্রীরামপুরঃ উৎসবের আনন্দ যাতে মাত্রা না ছাড়ায় তার জন্য রাজ্যজুড়ে বারবার আমজনতাকে সচেতন করছে রাজ্য পুলিশ। আইনিভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী আইনি পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। কিন্তু এরইমাঝে পুলিশের বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় নেশাগ্রস্ত থাকার অভিযোগ উঠল। ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।(যদিও ভিডিয়োর সত্যতা নিউজ ফ্রন্ট যাচাই করেনি)। সেখানে দেখা যাচ্ছে নেশায় চুর এক পুলিশ আধিকারিক। নিজের পায়ে দাঁড়িয়ে থাকতেও পারছেন না তিনি। ক্ষুব্ধ জনতা সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে মারমুখী হয়ে তেড়ে যাচ্ছেন।
জানা গেছে, ঘটনাটি চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শ্রীরামপুরের ঘটনা। বিজয়দশমীর রাতে শ্রীরামপুর বটতলায় ডিউটি করছিলেন ওই ট্রাফিক ইনস্পেকটর। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। এতোটাই নেশাগ্রস্ত ছিলেন তিনি যে দাঁড়াতেও পারছিলেন না। সেই দৃশ্য দেখে ক্ষুব্ধ জনতা তাঁকে উদ্দেশ্য করে তেড়ে গেলে অন্য পুলিশ কর্মীরা তাঁকে সরিয়ে নিয়ে যান।
এ বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের কোনও পুলিশ আধিকারিক মুখ খুলতে চান নি। তবে সূত্রের খবর, ঘটনার জেরে ওই ট্রাফিক ইনস্পেকটরকে আপাতত ক্লোজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে৷ পাশাপাশি আইন নিজের হাতে তুলে নেওয়ায় কর্তব্যরত পুলিশ কর্মীকে মারার যে অভিযোগ উঠছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *