নিউজ ফ্রন্ট,গুয়াহাটি, ৩ অক্টোবর :
অসামীয়া সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর তদন্তে নয়া মোড়। সিঙ্গাপুরে শিল্পীর মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল (SIT)-এর তৎপরতায় বৃহস্পতিবার আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, গায়িকা অমৃতপ্রভা মহন্ত ও সংগীতশিল্পী শেখর গোস্বামী-কে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। দু’জনেই জুবিন গার্গের মৃত্যুর দিন সিঙ্গাপুরে তাঁর সঙ্গে ছিলেন। গ্রেপ্তারের পর শুক্রবার তাঁদের গুয়াহাটি CJM আদালতে তোলা হয়। আদালত তাঁদের ১৪ দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেছে।
এর আগে বুধবার, এই মামলায় বিশিষ্ট সাংস্কৃতিক উদ্যোক্তা শ্যামকানু মহন্ত ও শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা-কে গ্রেপ্তার করে সিআইডি। তাঁদেরও ১৪ দিনের হেফাজতে রাখা হয়েছে।
এই নিয়ে এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।
এদিকে, তাজা খবর অনুযায়ী জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্ত শ্যামকানু মহন্ত সর্বোচ্চ আদালতে (Supreme Court) জামিনের আবেদন দাখিল করেছেন।
🔎 মূল তথ্যসমূহ:
- জুবিন গার্গের মৃত্যু সিঙ্গাপুরে ঘটে।
- SIT তদন্তে ইতিমধ্যে ৪ জন গ্রেপ্তার।
- নতুন করে গ্রেপ্তার: অমৃতপ্রভা মহন্ত (গায়িকা) ও শেখর গোস্বামী (বাদ্যযন্ত্রী)।
- আগেই গ্রেপ্তার হয়েছেন: শ্যামকানু মহন্ত ও ম্যানেজার সিদ্ধার্থ শর্মা।
- চারজনকেই ১৪ দিনের সিআইডি হেফাজতে পাঠানো হয়েছে।
- শ্যামকানু মহন্ত সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছেন।